বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

Sunday, June 18, 2023

ঘোষণা

  সকল পাঠক বর্গের জন্য বিশেষ ঘোষণা


ধুলোখেলাতে বিশেষ সংখ্যা শেয়ার সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে পোস্ট দেবার পর থেকে অনেক মতামত পেয়েছি। আমরা জানি, বইয়ের বিনিময়ে বই সবার জন্য সম্ভব নয়। তাই সবদিক ভেবে বেশ কিছু অ্যাক্টিভিটির প্রস্তাব রাখছি। আশা করি আপনারা এর কোনোটা না কোনোটা অবশ্যই করতে রাজি হবেন। আর কিছুই না করতে পারলে, দুঃখিত -

আমরা চাই সবাই বই পড়ুক, এই আর্কাইভ সর্বগুণে সম্পূর্ণ হয়ে উঠুক। সবার প্রিয় এই ব্লগ সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে নীচে বেশ কিছু কাজের প্রস্তাব দিচ্ছি। কে কি করতে চান জানাবেন। যে কোনো ভাবে পার্ট নিলেই আপনি পরের এক বা একাধিক বিশেষ সংখ্যা পাবার যোগ্য হবেনঃ

১। আপনি অন্তত দশ বছরের পুরোনো বাংলা পত্রিকা স্ক্যানারে স্ক্যান করে পাঠাবেন;

২। স্ক্যান করতে না পারলে, কিন্তু পত্রিকা স্ক্যান করতে দিতে চাইলে, আমাদের ঠিকানায় পাঠাবেন। স্ক্যান হয়ে গেলে ফেরত দেওয়া হবে। বই/পত্রিকা ডোনেট ও করতে পারেন। স্ক্যান হবার পর ডোনেটেড বই আমাদের সংগ্রহে রেখে দেব বা বেঁচে দেব। সেই বই বিক্রির টাকায় নতুন বই কেনা হবে;

৩। সূচী সিন্দুক প্রজেক্টে সূচীপত্র ও.সি.আর. করতে সাহায্য করবেন টাইপ করে পাঠিয়ে;

৪। ধুলোখেলায় প্রকাশিত কোনো পত্রিকা ই-পাব ফরম্যাটে করে পাঠাবেন (টাইপ করে);

৫। ধুলোখেলা আর্কাইভে প্রকাশিত পত্রিকা গুলো থেকে কোনো সম্পূর্ণ প্রকাশিত ধারাবাহিক লেখা এক্সট্রাক্ট করে এক সাথে পিডিফ করে মেইল করবেন বাই একই লেখকের নানা গল্প একসাথে করে পাঠাবেন (অন্তত ১০টা গল্প একই পত্রিকার হওয়া চাই। গল্প গুলি কোন পত্রিকার কোন সংখ্যা প্রকাশ হয়েছিল জানাতে হবে;

৬। একটি পিডিফ পত্রিকার সূচী হাইপারলিঙ্ক করে দিতে পারলে তার যেকোনো লেখা দ্রুত পৌছানো যায়, এই দায়িত্ব নিতে পারলে, সাথে যদি বুকমার্ক করা যায়, টিউটোরিয়াল লিঙ্ক দিলাম - Tutorial ;

৭। ধুলোখেলায় প্রকাশিত পত্রিকার বিশেষ ক্রেডিট পেজটি সরিয়ে বা রেখে ধুলোখেলাকে বিন্দুমাত্র কৃতজ্ঞতা না দিয়ে অনেকেই অন্য ফেসবুক / হোয়াটস আপ গ্রুপে বা ব্লগে শেয়ার করেন। সেখানে তীব্র প্রতিবাদ করে তার স্ক্রীন শট সহ ধুলোখেলা গ্রুপে শেয়ার করতে হবে, কোথায় কিভাবে প্রতিবাদ করেছেন জানিয়ে;

৮। কোনো পত্রিকা পড়বার পর তার নানা লেখা নিয়ে রিভিয়্যু লিখতে হবে ওই পোস্টের নীচে কমেন্ট বক্সে;

৯। ফেসবুক গ্রুপে ও ব্লগে নিয়মিত প্রচুর কমেন্ট করতে হবে (এতে কিছু বই পাওয়া যাবে পোস্ট দাতার ইচ্ছা অনুযায়ী);

১০। এই আর্কাইভ চালাবার জন্য প্রচুর খরচ হয়। কিছু লোক ভালোবেসে স্ক্যান করলেও কাউকে কাউকে কিছু অর্থ সাহায্য করতে পারলে ভালো হয়। পুরোনো বই কেনাও অনেক খরচ সাপেক্ষ। যদি তহবিল গড়ে তুলতে সাহায্য করেন (গুগুল পে / পে-পল লিঙ্ক দেওয়া আছে অনুদান সেকশনে)। প্রয়োজনে মেইল করলে ব্যাঙ্ক ডিটেইলস ও দেওয়া যেতে পারে;

১১। আমরা অনেক বই এডিট করার পরও দেখা যায় পোস্ট করা বইটিতে কিছু ভুল রয়ে গেছে। যেমন বেশ কিছু পাতা মিসিং, কিন্তু সে ব্যাপারে পোস্টে কিছু লেখা নেই। বা কোনো কোনো পাতা দুবার রয়েছে বা আগে পরে হয়ে গেছে। আপনি পুরো বইটা চেক করে এই ধরনের পুরো ভূল ধরিয়ে দিন, ব্লগে কমেন্ট করুন। প্রথম যিনি ঠিকঠাক সব ভুল ধরিয়ে দেবেন, তিনি তার পছন্দের একটি বই পাবেন;

১২। আমরা চাই পড়ার অভ্যেস সবার মধ্যে ফিরে আসুক, কিন্তু অনেকের কাছেই আজো ধুলোখেলার খবর পৌছয় নি। অনেক হয়ত পড়তে আগ্রহী নয়। কিন্তু তারাও হয়ত কোনো পছন্দের বই পেয়ে যাবেন। তাই ফেসবুক গ্রুপে আরো সদস্যদের যোগ করা দরকার। যেহেতু প্রাইভেট গ্রুপ, তাই বর্তমান মেম্বারদের দায়িত্ব নিতে হবে আরো অনেক কে গ্রুপে যোগ করার। আপনারা আপনাদের বাঙ্গালি বন্ধুদের ধুলোখেলা ও বাংলা ক্লাসিক গ্রুপ ফেসবুক গ্রুপে যোগ করুন। প্রতি ৫০ জন বাঙ্গালি বন্ধুকে জুড়লে আপনার পছন্দের একটি করে বই পাবেন।

১৩। ধুলোখেলা ফেসবুক পেজ থেকে সমস্ত পোষ্ট আপনার টাইমলাইনে শেয়ার করুন। নিয়মিত সমস্ত পোষ্ট শেয়ার করলে আপনি বিশেষ বই গুলো পেতে পারেন। ধুলোখেলা পেজ থেকে শেয়ার করতে হবে। এই লিঙ্ক থেকে - https://www.facebook.com/dhulokhela.

১৪। আমাদের প্রচুর বই কেনা হয়েছে, বা অনেক বই ডোনেশন হয়েছে। বই কেনার জন্য ইতিমধ্যে বিশাল খরচ হয়ে গেছে। ভালো ভালো বই বিক্রি হচ্ছে, পরে আর পাওয়া যাবে না দেখে, এমন অনেক বই কেনা হয়েছে, যা সংগ্রহের জন্য নয়, শুধু স্ক্যান জন্য কেনা হয়েছে। স্থান সংকুলান হচ্ছে না। সেগুলো স্ক্যান হবার পর বিক্রি করে দেব। ধুলোখেলা গ্রুপে এই বই বিক্রির বিজ্ঞাপন প্রথম দেওয়া হবে। যারা বই কিনবেন, লট প্রতি একটি তার পছন্দের ধুলোখেলার রেস্ট্রিক্টেড বই ক্রেতাকে উপহার দেওয়া হবে। বই কেনার সুযোগ গ্রুপের কেউ না নিলে বই বিক্রির সাইটে দেওয়া হবে।


আপনারা এখনই এর কোনো না কোনো কাজে নিজেকে জড়িয়ে নিন আর যোগ্য হয়ে উঠুন বিশেষ সংখ্যা পাবার জন্য।




আমরা বাংলা ভাষায় সমস্ত পত্রিকা আর্কাইভ করছি। এখনো পর্যন্ত আমাদের বন্ধুরা ভালোবেসে ভলুউন্টারিলি সমস্ত কাজ করছে। তার কারন তারা বই ভালোবাসেন ও আর্থিক ভাবে মোটামুটি অন্তত সচ্ছল। তারা পয়সা নিয়ে একাজ করার কথা ভাবতে পারেন না। কিন্তু এতে একটা সমস্যা - অনেক কাজ বাকী, কিন্তু গতি খুব কম। সবাই নিজের প্রফেশনে সময় দিয়ে, পরিবারের জন্য সময় দিয়ে তবেই এ কাজ করেন। স্ক্যান থেকেও এডিট আরো সময় সাপেক্ষ। আমরা কিছু ডোনেশন পাচ্ছি। তাই প্রফেশনালি কিছু কাজ করাবার কথা ভাবছি। কিন্তু সরকারি তরফে যে কাজ হয়েছে, সে কাজের কোয়ালিটি দেখে ভয় হয়। পয়সা পাবার জন্য যেমন তেমন ভাবে কাজ করা হয়েছে। আমরা তেমন কাজ চাই না। তাই প্রস্তাব -
১। আমাদের বেকার ভাই-বোনেরা, গৃহবধু বা আর্থিক অসচ্ছল কেউ যদি ভালোভাবে স্ক্যান করতে চান তবে আমরা প্রতি স্ক্যান পেজ ৫০ পয়সা করে দেবার প্রস্তাব করছি। একটি ১০০ পাতার বই করলে ৫০ টাকা, বা ৩০০ পাতার শারদীয়া করলে ১৫০ টাকা, যা পুরনো বই যে দামে কেনা হয় তার থেকেও বেশী। কিন্তু শর্ত আছে - আমাদের কাছে আগে লিস্ট পাঠিয়ে অনুমোদন নিতে হবে। পত্রিকা যোগাড় আপনাকেই করতে হবে। কি ভাবে স্ক্যান করতে হবে তাও আগে থেকে জেনে নিতে হবে। কোনো পেজ রিস্ক্যান করার দরকার পড়লে তা করে দিতে হবে। ব্লগে পাবলিশ হবার পর আপনি আপনার পারিশ্রমিক পাবেন। মেইলে আপনার ব্যাংক ডিটেইলস বা UPI ID বা ফোন নাম্বার দিতে হবে।
২। যদি কেউ মোটামুটি ফটোশপ জানেন এবং এডিট করতে চান, যোগাযোগ করবেন। তাদের এডিট শিখিয়ে দেওয়া হবে। এডিটের জন্য আলাদা আলাদা বই প্রতি লেবার কম বেশী লাগে, তাই কাজের জন্য কত টাকা দেওয়া হবে তা কতৃপক্ষ বিবেচনা করে দেবেন। পোকায় খাওয়া বা কালার পাতা থাকলে বা শারদীয়াতে অনেক বেশী লেবার লাগে। তাই ফিক্সড রেট রাখছি না। এডিটের জন্য সফট স্ক্যান কপি পাঠানো হবে।
বি.দ্র. - যেহেতু এ কাজের জন্য আলাদা পয়সা দেওয়া হচ্ছে, তাই এ কাজের জন্য তারা কোনো বিশেষ বই পাবার জন্য যোগ্য হবেন না। তারা কোনো বিশেষ ইস্যু পাবেন না।


ধন্যবাদান্তে টীম ধুলোখেলা
dhulokhela@gmail.com

No comments:

Post a Comment

Please encourage if you like our posts.