সম্পাদক - অমরেন্দ্র চক্রবর্তী
প্রকাশক - স্বর্ণাক্ষর প্রকাশনী প্রাইভেট লিমিটেড
প্রথম প্রকাশ - ১৬ জানুয়ারি, ২০১২ থেকে ২০১৬
স্বর্ণাক্ষর প্রকাশনী সবচেয়ে বেশী সফলতা পেয়েছে ভ্রমণ নামক পত্রিকার মাধ্যমে। মূলত অমরেন্দ্র চক্রবর্তীর একার প্রয়াসে এই প্রকাশনী চলেছে। এদের একটি অসাধারন প্রয়াস ছেলেবেলা নামে পত্রিকা, যেটি ১৯৮৬ সালের আগস্ট মাসে প্রথম ট্যাবলয়েড আকারে একটি খবরের কাগজের মতো প্রকাশ হয়। কিন্তু কিছুদিন পর এটি বন্ধ হয়ে যায়। ২০১২ সালের ১৬ জানুয়ারি আবার এইটি প্রকাশ শুরু হয় পাক্ষিক পত্রিকা হিসেবে। মাত্র ৫টি সংখ্যা প্রকাশের পর এটি মাসিক পত্রিকা হয়ে যায় ২০১২ সালের এপ্রিল মাস থেকে। সাথে ট্যাবলয়েড আকার ছেড়ে এটি সাধারন ম্যাগাজিনে পরিণত হয়। বহু অসাধারণ লেখা এতে প্রকাশ হয়েছিল। মূলত অমরেন্দ্র চক্রবর্তী ও তার কিছু সাথীর লেখা প্রকাশ হয়। এছাড়াও মহাশ্বেতা দেবী, শীর্ষেন্দু মুখোপাধায়, সৈয়দ মুস্তাফা সিরাজ সহ অনেক নামি লেখকের লেখাও প্রকাশ হয়েছে। শারদীয়া পত্রিকা প্রকাশ করেন নি।
২০১৬ সালের আবার এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। যদিও এই প্রকাশণী এখনও ভ্রমণ পত্রিকা প্রকাশ করে চলেছে। আশা করব এই ছেলেবেলা পত্রিকাটি আবারো ফিরে আসবে।
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.