প্রকাশ কাল - ২০০৬ সালের ২৪ ডিসেম্বর থেকে চলছে।
প্রকাশক - প্রতিদিন পত্রিকা প্রাইভেট লিমিটেড
১৯৯২ সালের ৯ই আগস্ট, একটি নতুন দৈনিক পত্রিকা নতুন চিন্তা ভাবনা নিয়ে আত্মপ্রকাশ করে। পত্রিকাটি প্রথম থেকেই অন্য ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলা শুরু করে। তার অঙ্গ হিসেবে শুরু হয় প্রতি রবিবার একটি স্পেশাল সাপ্লিমেন্টারি পত্রিকা "প্রতিদিন" নামেই। পরবর্তীতে, ২০০৬ সালের ডিসেম্বর থেকে "রোববার" নামে এই সাপ্লিমেন্টারিটি প্রকাশ শুরু হয়।। প্রথম থেকে নিত্য নতুন বিষয় বৈচিত্রের কল্যাণে এই পত্রিকাটি জন সমাদৃত হয়। আজও এই পত্রিকাটি স্ব-মহিমায় প্রকাশ হয়ে চলেছে। এই আকর্ষনের অন্যতম কারন এর সম্পাদক ঋতুপর্ণ ঘোষ ও পরবর্তীতে অনিন্দ চট্টোপাধ্যায়। বহু বিখ্যাত লেখকের বিখ্যাত ও বেস্ট সেলার রচনা এই সাপ্লিমেন্টারি পত্রিকাটিতে প্রকাশ পেয়েছে। রবিবাসরিয় নামে সাপ্লিমেন্টারি কয়েকটি পাতা না দিয়ে একেবারে আস্ত একটি পত্রিকা দৈনিক পত্রিকার সাথে সম্পূর্ণ ফ্রি সংবাদপত্র জগতে এক নতুন নজির। পরবর্তীতে আরো কিছু পত্রিকা এই ধারা অনুসরন করার চেষ্টা করে। এই পত্রিকার জন্য একটি আলাদা ওয়েবসাইট ও নির্মান করা হয়েছে। যার লিঙ্ক নীচে দেওয়া হলো।
প্রকাশকাল | সূচিপত্র লিঙ্ক | ডাউনলোড লিঙ্ক |
---|---|---|
২০০৬ | ডিসেম্বর ২৪. ৩১. | |
২০০৭ | জানুয়ারী ০৭, ২১, ২৮, ফেব্রুয়ারী ০৪, ১১, ১৮, মার্চ ১১, ১৮, ২৫, এপ্রিল ২২, মে ১৩, ২৭, জুন ০৩, ১০, ১৭, ২৪, জুলাই ১, ৮, ১৫, ২২, ২৯, আগষ্ট ৫, ১২, ১৯, ২৬, সেপ্টেম্বর ০২, ০৯, ১৬, ২৩, ৩০, অক্টোবর ০৭, ১৪, ২১, ২৮, নভেম্বর ০৪, ১১, ১৮, ২৫, ডিসেম্বর ০২, ০৯, ১৬, ২৩, ৩০. | |
২০০৮ | জানুয়ারী ০৬, ১৩, ২০, মার্চ ২৩, এপ্রিল ০৬, ২০, মে ০৪, ১১, ১৮, ২৫, জুন ২৯, জুলাই ৬, আগস্ট ৩১, সেপ্টেম্বর ৭, ২৮, অক্টোবর ২৬, নভেম্বর ০২, | |
২০০৯ | জানুয়ারী ০৪, ১১, ফেব্রুয়ারী ০৮, ১৫, ২২, মার্চ ২২, ২৯, এপ্রিল ০৫, ১২, ১৯, ২৬, মে ৩, ১০, ২৪, জুন ০৭, ১৪, ২১, ২৮, জুলাই ০৫, ১২, ২৬, আগষ্ট ০২, ০৯, ২৩, ৩০, সেপ্টেম্বর ৬, ১৩, ২০, ২৭, অক্টোবর ৪, ১১, ১৮, ২৫, নভেম্বর ০১, ০৮, ১৫, ২৯, ডিসেম্বর ০৬, ১৩, ২০, ২৭. | |
২০১০ | জানুয়ারী ৩, ১০, ১৭, ২৪, ৩১, ফেব্রুয়ারী ০৭, ১৪, ২১, ২৮, | |
২০১১ | , অক্টোবর ৩০, | |
২০১২ | জানুয়ারি ২৯, | |
২০১৩ | , ফেব্রুয়ারি ০৩, আগস্ট ১১, নভেম্বর ১০, | |
২০১৪ | , | |
২০১৫ | , ফেব্রুয়ারী ০১, | |
২০১৬ | ||
২০১৭ | , | |
২০১৮ | ||
২০১৯ |
রোববারে ১ ফেব্রুয়ারি, ২০১৫ এর এডিশনটা পাওয়া যেতে পারে কি?
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ এতসুন্দর একটা সম্ভারের জন্য।
পত্রিকাটি পোস্ট করা হয়েছে।
Deleteরোববার ২ জুলাই ২০১৮ এর এডিশন পাওয়া গেলে খুবই উপকৃত হবো।
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteরোববার ১০জুলাই ২০১৬ সংখ্যাটা পাওয়া যাবে?
ReplyDeleteরোববার ৮ মে ২০১১ ডিটেকটিভ সংখ্যা টা পাপুয়া যাবে কী।
ReplyDeleteডেট টা মনে পরছে না। তবে একটা ইশু তে (ভূত বিষয়ক ছিল সংখ্যা টা) বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়েছিল যাতে অলৌকিক ভাবে কিছু স্পিরিট দেখা যাচ্ছিল। থাকলে পোস্ট করবেন প্লিজ।
ReplyDeleteরোববার পত্রিকার প্রথম থেকে যদি Upload করেন
ReplyDeleteমানে 2006 থেকে রোববার পত্রিকাটি Upload করেন খুব ভালো হয়
এগুলো আমার খুব প্রয়োজন
একটু Upload দিলে খুব ভালো হয়
2006 থেকে মানে রোববার পত্রিকার জন্ম থেকে যদি Upload করেন তাহলে খুব ভালো হয়
ReplyDeleteযারা এননিমাস হয়ে কমেন্ট করেন, তারা যদি নিজের নামে করেন তো ভালো হয়।
ReplyDelete2009.12.13
ReplyDelete2009.11.01
2009.10.25
2009.08.23
2009.06.21
সংখ্যা গুলি download করতে পারলাম খুব ভালো লাগছে। সঙ্গে 2007 এর নতুন সংখ্যা আজ সকাল সকাল মন টা খুব ভালো হয়েগেলো।
2006 - 2010 এর মধ্যে সমস্ত সংখ্যা গুলি uploaded করুন please। এই রোববার ম্যাগাজিন সংগ্রহ করতে ও পড়তে আমার খুব ভালো লাগে। অনেক কিছু জানতে পারি।আর পুরানো ম্যাগাজিন গুলো তো কালেজ দর্পণ। সময়ের ক্যানভাস কে তুলে ধরে। এগিয়ে চলুন শুভ কামনা রইল
।
২০০৭ থেকে ২০০৯ এর মধ্যে কয়েকটি সংখ্যা আমাদের কাছে নেই। আপনার কাছে যদি কিছু থাকে জানাবেন।
Deleteআমার কাছে কিছু সংখ্যা আছে। তবে আমার কাছে যে Hard copy গুলো আছে জানি না আপনাদের কাছে যা আছে তার সঙ্গে মিলে যাবে কী না। কি কি সংখ্যা আছে জানুয়ারির আগে জানাতে পারবো না।
Delete২০১০ এর "২ মে এবং ১২ ও ১৯ এ সেপ্টেম্বর" এই তিনটি সংখ্যা আমার সংগ্রহে নেই। ২০১০ সালের এই ৩টি সংখ্যা বাদে বাকি সব সংখ্যা গুলো আছে। আপনাদের প্রয়োজন হলে জানাবেন।
ReplyDelete১ মে "মে দিবস" এর জন্য বন্ধ থাকে। তাই ২ তারিখ কোনো পত্রিকা প্রকাশ হয় নি। বাকী ২টো পাবেন।
DeleteThis comment has been removed by the author.
Delete২০০৯ সালের "১১ জানুয়ারী, ১ও৮ মার্চ, ১৭ মে, ১৯ জুলাই, ১৬ ও ৩০ আগষ্ট" এই ৭টি সংখ্যা বাদে ২০০৯ সালের বাকি সব সংখ্যা গুলো আছে আমার সংগ্রহে। এগলো আপনাদের সংগ্রহে থাকলে upload করুন দয়া করে।
ReplyDelete২০০৬ থেকে ২০০৯ এর মধ্যে রোববার ম্যাগাজিন upload করুন মহাশয়।
ReplyDeleteProthom sankhya ta mone hoy Bahu Bachchan Upload korle khushi hobo
ReplyDeleteNimno sonkhagulo karur kache thakle please post korun.
ReplyDelete1. 20 May 2007
2. 10 June 2007
3. 24 June 2007
4. 29 July 2007
20 May 2007 sonkhati thakle please post korun
ReplyDeleteআপনি কে রিকোয়েস্ট করছেন তাই তো বুঝতে পারছি না।
DeleteAmi ke request korchi seta janata important not. Ki request korchi seta important.
DeletePlease upload all Robibar magazine from January 2011.
ReplyDelete