প্রকাশ কাল - ১৯৬৬ - চলছে
প্রকাশক - পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ
একসময় (বামফ্রন্ট আমলে) পশ্চিমবঙ্গ সরকারের সাপ্তাহিক মুখপত্র ছিল পশ্চিমবঙ্গ পত্রিকা। প্রকাশক ছিল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। এটি বাংলা, হিন্দী, ইংরেজী, সান্থালী, গোর্খালি সহ বেশ কয়েকটি ভাষায় প্রকাশিত হত। এখানে বাংলা শিল্প, সাহিত্য, ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন লেখা থাকত। এর বিশেষত্বঃ ছিল এর বিভিন্ন বিশেষ সংখ্যা। যেমন প্রতিবছর প্রকাশিত হোত রবীন্দ্র সংখ্যা। এ ছাড়া কলকাতা চলচিত্র উৎসব সংখ্যা, ভ্রমন সংখ্যা, বিশিষ্ঠ মনীষিদের জন্ম শতবর্ষ, সার্ধশতবর্ষ, দ্বিশতবর্ষ উপলক্ষে বিশেষ সংখ্যা ইত্যাদি। তখন তথ্য-সংস্কৃতি মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য্য। ওনার পৃষ্ঠপোষকতায় ও উদ্যোগে চালু হল রাজ্যের জেলাগুলিকে নিয়ে সুবৃহৎ বিশেষ সংখ্যা। এর মধ্যে হুগলী, বর্ধমান, নদীয়া, পুরুলিয়া, বর্ধমান, মেদিনীপুর ও বাকুড়া জেলা সহ কয়েকটি জেলার বিশেষ সংখ্যা প্রকাশ পেল। বাকি জেলা গুলির ও বিশেষ সংখ্যা প্রকাশিত হবার কথা ছিল। ২০১১ সালে রাজনৈতিক পরিবর্তন ঘটল। পরবর্তী সরকার আর আগের মতো পশ্চিমবঙ্গ পত্রিকাকে যত্ন নিল না। বন্ধ হয়ে গেল। তবু সে সময়ের বহু মনিমুক্তা আজ ও আমার সঙগ্রহে স্বযত্নে রাখা থাকছে ধুলোখেলার আর্কাইভে।
কৃতজ্ঞতা - দেবাশীষ ব্যানার্জী।

এই পত্রিকাগুলোর কেউ হার্ডকপি বিক্রি করলে জানাবেন প্লিজ
ReplyDeleteআগামী বা তার পরের রবিবার সন্ধ্যে নাগাদ ফেসবুক গ্রুপে লক্ষ্য রাখুন বা আমাদের মেইল করে বা মেসেজ করে রাখুন।
Delete