বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

ঘোষণা

 সকল পাঠক বর্গের জন্য বিশেষ ঘোষণা


ধুলোখেলাতে বিশেষ সংখ্যা শেয়ার সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে পোস্ট দেবার পর থেকে অনেক মতামত পেয়েছি। আমরা জানি, বইয়ের বিনিময়ে বই সবার জন্য সম্ভব নয়। তাই সবদিক ভেবে বেশ কিছু অ্যাক্টিভিটির প্রস্তাব রাখছি। আশা করি আপনারা এর কোনোটা না কোনোটা অবশ্যই করতে রাজি হবেন। আর কিছুই না করতে পারলে, দুঃখিত -

আমরা চাই সবাই বই পড়ুক, এই আর্কাইভ সর্বগুণে সম্পূর্ণ হয়ে উঠুক। সবার প্রিয় এই ব্লগ সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে নীচে বেশ কিছু কাজের প্রস্তাব দিচ্ছি। কে কি করতে চান জানাবেন। যে কোনো ভাবে পার্ট নিলেই আপনি পরের এক বা একাধিক বিশেষ সংখ্যা পাবার যোগ্য হবেনঃ

১। আপনি অন্তত দশ বছরের পুরোনো বাংলা পত্রিকা স্ক্যানারে স্ক্যান করে পাঠাবেন;

২। স্ক্যান করতে না পারলে, কিন্তু পত্রিকা স্ক্যান করতে দিতে চাইলে, আমাদের ঠিকানায় পাঠাবেন। স্ক্যান হয়ে গেলে ফেরত দেওয়া হবে। বই/পত্রিকা ডোনেট ও করতে পারেন। স্ক্যান হবার পর ডোনেটেড বই আমাদের সংগ্রহে রেখে দেব বা বেঁচে দেব। সেই বই বিক্রির টাকায় নতুন বই কেনা হবে;

৩। সূচী সিন্দুক প্রজেক্টে সূচীপত্র ও.সি.আর. করতে সাহায্য করবেন টাইপ করে পাঠিয়ে;

৪। ধুলোখেলায় প্রকাশিত কোনো পত্রিকা ই-পাব ফরম্যাটে করে পাঠাবেন (টাইপ করে);

৫। ধুলোখেলা আর্কাইভে প্রকাশিত পত্রিকা গুলো থেকে কোনো সম্পূর্ণ প্রকাশিত ধারাবাহিক লেখা এক্সট্রাক্ট করে এক সাথে পিডিফ করে মেইল করবেন বাই একই লেখকের নানা গল্প একসাথে করে পাঠাবেন (অন্তত ১০টা গল্প একই পত্রিকার হওয়া চাই। গল্প গুলি কোন পত্রিকার কোন সংখ্যা প্রকাশ হয়েছিল জানাতে হবে;

৬। একটি পিডিফ পত্রিকার সূচী হাইপারলিঙ্ক করে দিতে পারলে তার যেকোনো লেখা দ্রুত পৌছানো যায়, এই দায়িত্ব নিতে পারলে, সাথে যদি বুকমার্ক করা যায়, টিউটোরিয়াল লিঙ্ক দিলাম - Tutorial ;

৭। ধুলোখেলায় প্রকাশিত পত্রিকার বিশেষ ক্রেডিট পেজটি সরিয়ে বা রেখে ধুলোখেলাকে বিন্দুমাত্র কৃতজ্ঞতা না দিয়ে অনেকেই অন্য ফেসবুক / হোয়াটস আপ গ্রুপে বা ব্লগে শেয়ার করেন। সেখানে তীব্র প্রতিবাদ করে তার স্ক্রীন শট সহ ধুলোখেলা গ্রুপে শেয়ার করতে হবে, কোথায় কিভাবে প্রতিবাদ করেছেন জানিয়ে;

৮। কোনো পত্রিকা পড়বার পর তার নানা লেখা নিয়ে রিভিয়্যু লিখতে হবে ওই পোস্টের নীচে কমেন্ট বক্সে;

৯। ফেসবুক গ্রুপে ও ব্লগে নিয়মিত প্রচুর কমেন্ট করতে হবে (এতে কিছু বই পাওয়া যাবে পোস্ট দাতার ইচ্ছা অনুযায়ী);

১০। এই আর্কাইভ চালাবার জন্য প্রচুর খরচ হয়। কিছু লোক ভালোবেসে স্ক্যান করলেও কাউকে কাউকে কিছু অর্থ সাহায্য করতে পারলে ভালো হয়। পুরোনো বই কেনাও অনেক খরচ সাপেক্ষ। যদি তহবিল গড়ে তুলতে সাহায্য করেন (গুগুল পে / পে-পল লিঙ্ক দেওয়া আছে অনুদান সেকশনে)। প্রয়োজনে মেইল করলে ব্যাঙ্ক ডিটেইলস ও দেওয়া যেতে পারে;

১১। আমরা অনেক বই এডিট করার পরও দেখা যায় পোস্ট করা বইটিতে কিছু ভুল রয়ে গেছে। যেমন বেশ কিছু পাতা মিসিং, কিন্তু সে ব্যাপারে পোস্টে কিছু লেখা নেই। বা কোনো কোনো পাতা দুবার রয়েছে বা আগে পরে হয়ে গেছে। আপনি পুরো বইটা চেক করে এই ধরনের পুরো ভূল ধরিয়ে দিন, ব্লগে কমেন্ট করুন। প্রথম যিনি ঠিকঠাক সব ভুল ধরিয়ে দেবেন, তিনি তার পছন্দের একটি বই পাবেন;

১২। আমরা চাই পড়ার অভ্যেস সবার মধ্যে ফিরে আসুক, কিন্তু অনেকের কাছেই আজো ধুলোখেলার খবর পৌছয় নি। অনেক হয়ত পড়তে আগ্রহী নয়। কিন্তু তারাও হয়ত কোনো পছন্দের বই পেয়ে যাবেন। তাই ফেসবুক গ্রুপে আরো সদস্যদের যোগ করা দরকার। যেহেতু প্রাইভেট গ্রুপ, তাই বর্তমান মেম্বারদের দায়িত্ব নিতে হবে আরো অনেক কে গ্রুপে যোগ করার। আপনারা আপনাদের বাঙ্গালি বন্ধুদের ধুলোখেলা ও বাংলা ক্লাসিক গ্রুপ ফেসবুক গ্রুপে যোগ করুন। প্রতি ৫০ জন বাঙ্গালি বন্ধুকে জুড়লে আপনার পছন্দের একটি করে বই পাবেন।

১৩। ধুলোখেলা ফেসবুক পেজ থেকে সমস্ত পোষ্ট আপনার টাইমলাইনে শেয়ার করুন। নিয়মিত সমস্ত পোষ্ট শেয়ার করলে আপনি বিশেষ বই গুলো পেতে পারেন। ধুলোখেলা পেজ থেকে শেয়ার করতে হবে। এই লিঙ্ক থেকে - https://www.facebook.com/dhulokhela.

১৪। আমাদের প্রচুর বই কেনা হয়েছে, বা অনেক বই ডোনেশন হয়েছে। বই কেনার জন্য ইতিমধ্যে বিশাল খরচ হয়ে গেছে। ভালো ভালো বই বিক্রি হচ্ছে, পরে আর পাওয়া যাবে না দেখে, এমন অনেক বই কেনা হয়েছে, যা সংগ্রহের জন্য নয়, শুধু স্ক্যান জন্য কেনা হয়েছে। স্থান সংকুলান হচ্ছে না। সেগুলো স্ক্যান হবার পর বিক্রি করে দেব। ধুলোখেলা গ্রুপে এই বই বিক্রির বিজ্ঞাপন প্রথম দেওয়া হবে। যারা বই কিনবেন, লট প্রতি একটি তার পছন্দের ধুলোখেলার রেস্ট্রিক্টেড বই ক্রেতাকে উপহার দেওয়া হবে। বই কেনার সুযোগ গ্রুপের কেউ না নিলে বই বিক্রির সাইটে দেওয়া হবে।


আপনারা এখনই এর কোনো না কোনো কাজে নিজেকে জড়িয়ে নিন আর যোগ্য হয়ে উঠুন বিশেষ সংখ্যা পাবার জন্য।




আমরা বাংলা ভাষায় সমস্ত পত্রিকা আর্কাইভ করছি। এখনো পর্যন্ত আমাদের বন্ধুরা ভালোবেসে ভলুউন্টারিলি সমস্ত কাজ করছে। তার কারন তারা বই ভালোবাসেন ও আর্থিক ভাবে মোটামুটি অন্তত সচ্ছল। তারা পয়সা নিয়ে একাজ করার কথা ভাবতে পারেন না। কিন্তু এতে একটা সমস্যা - অনেক কাজ বাকী, কিন্তু গতি খুব কম। সবাই নিজের প্রফেশনে সময় দিয়ে, পরিবারের জন্য সময় দিয়ে তবেই এ কাজ করেন। স্ক্যান থেকেও এডিট আরো সময় সাপেক্ষ। আমরা কিছু ডোনেশন পাচ্ছি। তাই প্রফেশনালি কিছু কাজ করাবার কথা ভাবছি। কিন্তু সরকারি তরফে যে কাজ হয়েছে, সে কাজের কোয়ালিটি দেখে ভয় হয়। পয়সা পাবার জন্য যেমন তেমন ভাবে কাজ করা হয়েছে। আমরা তেমন কাজ চাই না। তাই প্রস্তাব -
১। আমাদের বেকার ভাই-বোনেরা, গৃহবধু বা আর্থিক অসচ্ছল কেউ যদি ভালোভাবে স্ক্যান করতে চান তবে আমরা প্রতি স্ক্যান পেজ ৫০ পয়সা করে দেবার প্রস্তাব করছি। একটি ১০০ পাতার বই করলে ৫০ টাকা, বা ৩০০ পাতার শারদীয়া করলে ১৫০ টাকা, যা পুরনো বই যে দামে কেনা হয় তার থেকেও বেশী। কিন্তু শর্ত আছে - আমাদের কাছে আগে লিস্ট পাঠিয়ে অনুমোদন নিতে হবে। পত্রিকা যোগাড় আপনাকেই করতে হবে। কি ভাবে স্ক্যান করতে হবে তাও আগে থেকে জেনে নিতে হবে। কোনো পেজ রিস্ক্যান করার দরকার পড়লে তা করে দিতে হবে। ব্লগে পাবলিশ হবার পর আপনি আপনার পারিশ্রমিক পাবেন। মেইলে আপনার ব্যাংক ডিটেইলস বা UPI ID বা ফোন নাম্বার দিতে হবে।
২। যদি কেউ মোটামুটি ফটোশপ জানেন এবং এডিট করতে চান, যোগাযোগ করবেন। তাদের এডিট শিখিয়ে দেওয়া হবে। এডিটের জন্য আলাদা আলাদা বই প্রতি লেবার কম বেশী লাগে, তাই কাজের জন্য কত টাকা দেওয়া হবে তা কতৃপক্ষ বিবেচনা করে দেবেন। পোকায় খাওয়া বা কালার পাতা থাকলে বা শারদীয়াতে অনেক বেশী লেবার লাগে। তাই ফিক্সড রেট রাখছি না। এডিটের জন্য সফট স্ক্যান কপি পাঠানো হবে।
বি.দ্র. - যেহেতু এ কাজের জন্য আলাদা পয়সা দেওয়া হচ্ছে, তাই এ কাজের জন্য তারা কোনো বিশেষ বই পাবার জন্য যোগ্য হবেন না। তারা কোনো বিশেষ ইস্যু পাবেন না।


ধন্যবাদান্তে টীম ধুলোখেলা
dhulokhela@gmail.com

50 comments:

  1. আপনাদের সূচী সিন্দুকের লিংক কাজ করছে না , ক্লিক করলে লিটল ম্যাগাজিনে চলে যাচ্ছে ।

    ReplyDelete
  2. valo options. ami 10 number ta parbo. minimum amount ta janaben...

    ReplyDelete
    Replies
    1. ডোনেশনের আবার আমাউন্ট হয় নাকি। এই কাজে যার যা সাধ্য করবে। এতো আর লেনদেন নয়।

      Delete
    2. Ami no 8 o no 9 kaj guli korte icchuk.

      Delete
    3. 7 নম্বর যখনই নজরে আসে করি তাতে কারো বিরোধিতাতে আমার কিছ যায় আসে না । 8 নম্বর: আগে করতাম কিন্তু দেখলাম যে একটা লেখার তা সে যিনি ই লিখুন তাতে সবটাই ভাল বা সবটাই খারাপ তা হয় না । আমি তো আমার লেখার কেউ কিছু ভুল ধরিয়ে দিলে খুশি হই এই কারণে যে এটা আমার লেখা তা সংশোধন করতে sahajyo করে । কিন্তু দেখেছি অন্য লেখকদের অনেকেই ক্ষেপে গিয়ে আমার লেখার অকারণে বিরোধিতা বা গ্রুপ থেকে সামান্য অজুহাতে বার করে দিতে চাইছেন । আমি নিজের পেশায় পেটের দায়ে কিছু সময় চাটুকারীতা করি কিন্তু লেখা ক্ষেত্রে তা করব না । লেখার ভালোমন্দ দুটোই বলব সেটা আশা করি আপনারা মেনে নেবেন । 9 নম্বর আপনার দেখে থাকবেন আমি যখনই কোন বই নিয়েছি যিনি দিয়েছেন তাঁকে এবং তাঁর মেহনত কে শ্রদ্ধা জানিএছি । 10 নম্বর আমি সাধ্যমত যা পা রি দেব ।

      Delete
  3. Hi, i will be able to help you by contributing in point 2, 8, 9 and 10.

    ReplyDelete
  4. "কোনো পত্রিকা পড়বার পর তার নানা লেখা নিয়ে রিভিয়্যু লিখতে হবে" post kothay korbo sei review.

    ReplyDelete
    Replies
    1. আলোকপাত পত্রিকা পড়লাম ,বেশ ভালো লাগলো.অনেক পুরনো ঘটনা বা স্মৃতি মনে পড়লো।ধন্যবাদ।

      Delete
  5. 7,8,9,10 korte parbo. review likhle kothay dite hobe?

    ReplyDelete
  6. Hi ,

    I want to donate some amount please provide me only google pay no.

    ReplyDelete
    Replies
    1. Please follow "Anudan" Tab. Google pay ID given their.

      Delete
  7. Hi ,

    I HAVE SELECTED POINT NO. 8 .

    NOW PLEASE TELL ME WHERE I CAN RIGHT THE REVIEW & AFTER THAT HOW CAN I ABLE TO DOWNLOAD THE SPECIAL BOOKS ?

    ReplyDelete
    Replies
    1. যে বইয়ের রিভিউ দেবেন, ব্লগে সেই পোস্টের কমেন্টে লিখুন। কপি করে ফেসবুক-এ ওই পত্রিকার পোস্টেও পেস্ট করে দিন। তার পর ১টা বইয়ের জন্য রিকোয়েস্ট দেবেন। তবে রিভিউ পত্রিকাটি পড়েই লেখা দরকার। না পড়ে বা যেমন তেমন ভাবে লিখলে হবে না।

      Delete
  8. i have a magazine, how can i upload the magazine
    atanu

    ReplyDelete
    Replies
    1. Whether it is scanned and edited by you (without mobile)? If yes, mail to dhulokhela@gmail.com

      Delete
  9. আমার সাধ্য মতো সামান্য কিছু টাকা আপনাদের বৃহৎ কর্মকান্ডে আমি অর্পণ করলাম

    ReplyDelete
  10. ১ আর ৫ নম্বরের কাজে কিছু সাহায্য করতে পারব।

    ReplyDelete
  11. আমি 1 ও 9 নং টি করতে চাই।

    ReplyDelete
    Replies
    1. করুন, কিন্তু সবার আগে নামটা তো জানান।

      Delete
  12. আমি ৫ নং পয়েন্ট অনুযায়ী তিনটি ধারাবাহিক এক্সট্রাক্ট করে পাঠিয়েছি, যার মধ্যে একটা হচ্ছে যুগলরত্ন টিকটিকি অফিস। কিন্তু কাজটা আপনারা যেরকম চাইছেন সেরকম হচ্ছে কি না সেটা ফিরতি ই মেলে একটূ জানালে ভালো হয়।

    ReplyDelete
  13. FROM TAPAN DASGUPTA: I HAVE ALREADY SENT SOME SUBSCRIPTION TO DHULOKHELA. TEH ALSO I AM NOT ABLE TO DOWNLOAD. PLEASE ADVICE WHAT TO DO.

    ReplyDelete
    Replies
    1. পেয়েছি। কিন্তু রিকোয়েস্ট পাঠাবার সময় পরিচয় মেনশন করে দেবেন।

      Delete
  14. আমি ১ নং কাজ টি করতে রাজি আছি, দয়া করে শারদীয়া শুকতারা ১৪০১ এর ডাউলোড করার লিংক টা পাঠাবেন প্লীজ

    ReplyDelete
    Replies
    1. স্ক্যান করার আগে মেইলে বা মেসেঞ্জারে যোগাযোগ করুন। কোন পত্রিকা করবেন ও কিভাবে করবেন বলে দেব। মোবাইল স্ক্যান গ্রহনযোগ্য নয়।

      Delete
  15. Apnader kaj sotti khub sundar. Ami sob gulo i pray korte parbo, shudhu 7 no. arr 12 no. ta bad diye. ogulo amar mote controversial. shuru korara jonno 3 , 4 ,5 o 6 no. kaj amay dite paren. ki vabe korte hobe janaben

    ReplyDelete
    Replies
    1. মেইল করুন বা মেসেঞ্জারে আসুন। গাইড করব।

      Delete
  16. I can contribute some money. Please suggest me how could I pay.

    ReplyDelete
    Replies
    1. অনুদান ট্যাবে স্ক্যান করে দিতে পারেন, বা ইউ.পি.আই. দেওয়া আছে। অসুবিধে হলে মেইল করবেন।

      Delete
  17. Samanyo kichu donate korechi. Boi r access kivbe pabo janaben. Dhonyobad.

    ReplyDelete
    Replies
    1. নামটা জানতে পারলাম না। গুগুল সাইন ইন করে কমেন্ট করলে নাম আসতো। যাই হোক, ডাউনলোড অপশনে ক্লিক করলে রিকোয়েস্ট অপশন পাবেন। মেসেজ বক্সে আপনি কি করেছেন লিখবেন, আর রিকোয়েস্ট সেন্ড করে দেবেন।

      Delete
  18. নম্বর ১ করতে পারবো বাট মোবাইল এ স্ক্যান করলে হবে ?

    ReplyDelete
    Replies
    1. না, মোবাইল স্ক্যান সাধারনত এক্সেপ্ট করা হয় না।

      Delete
  19. আমি Tapa Das gupta আগরতলা থেকে সামান্য কিছু অনুদান পাঠালাম জাস্ট নও । কী ভাবে পারবো ওই পত্রিকা গুলি পড়তে জানাবেন । নমস্কার।

    ReplyDelete
    Replies
    1. রিকোয়েস্ট পাঠাবার সময় অনুদাদ করার কথা মেনশন করবেন। গুগুল সাইন ইন করে ডাউনলোড অপশন থেকে রিকোয়েস্ট পাঠাবেন।

      Delete
  20. I have some "19-20" magazines... From 1st copy... will you post it, then I can scan it & send you...

    ReplyDelete
    Replies
    1. আপনার কাছে থাকা ১৯-২০র লিস্ট মেইল করুন। আমাদের মেইল আই ডি - dhulokhela@gmail.com

      Delete
  21. I am interested in point no 14. I want to buy books from your collection. How do I do that? If u please help.

    ReplyDelete
    Replies
    1. Please follow Dhulokhela Face Book Group to purchase books/magazines. With every purchase, there will be some gift.

      Delete
  22. I have donated Rs.500. for your help on 1-12-2023

    ReplyDelete
  23. এটা একটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ কর্ম কণ্ড। ভবিষ্যতের বাঙালি পাঠক পাঠিকা দের জন্য অমুল্য ভান্ডার তৈরি হবে। আমার শুভেচ্ছা রইলো। ইতি প্রত্যয় সরকার

    ReplyDelete
  24. ৫ নং করতে পারি। আর্কাইভ কোথায়?

    ReplyDelete
  25. mailed with details on donation.

    ReplyDelete
  26. As you have commented without mentioning your name, it is difficult to acknowledge. Though, we have replied all mails, which we have received.

    ReplyDelete

Please encourage if you like our posts.