ডিং ডং পিং পং
ছবি ছড়ায় ছোটদের কাগজ
সম্পাদক - তন্ময় গঙ্গোপাধ্যায়
প্রকাশ কাল - ২০০৭ - চলছে
সম্পাদক তন্ময় বাবুর বহুদিনের স্বপ্ন - ছোটোদের জন্য সুদৃশ্য অলঙ্করণ সমৃদ্ধ একটি ছড়ার পত্রিকা প্রকাশ, যা বিষ্ণুপুর থেকে প্রকাশিত বুদ্ধুভূতুম পত্রিকা দেখে আরো জোরদার হয়।
খরচের বহর স্বপ্ন সফল হতে বাধা দিচ্ছিল ঠিকই, কিন্তু ২০০০ অর্থাৎ বাংলা ১৪০৭ সালের ২৫শে বৈশাখ ফোল্ডার রূপে প্রকাশ পায় শিল্পী আশিস কর্মকারকে সাথে নিয়ে। ষান্মাসিক পত্রিকা ডিং ডং-এর পরবর্তী সংখ্যা প্রকাশ হয় পূজোর সময়।পরবর্তীতে অলংকরনে যোগ দেন শম্ভু অধিকারী ও দিগম্বর দাশগুপ্ত। এর পর থেকে প্রতি বছর বৈশাখ ও শারদীয়া সংখ্যা প্রকাশ হয়ে আসছে। এই পত্রিকা ভবানীপ্রসাদ মজুমদার, পবিত্র সরকার, নির্মলেন্দু গৌতম, সৌমিত্র চট্টোপাধ্যায়, ষষ্ঠিপদ চট্টোপাধ্যায় প্রমুখ বহু লেখকের লেখায় সমৃদ্ধ হয়েছে।
| প্রকাশকাল | সূচিপত্র লিঙ্ক | ডাউনলোড লিঙ্ক |
|---|---|---|
| ১৪০৭ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪০৮ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪০৯ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪১০ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪১১ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪১২ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪১৩ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪১৪ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪১৫ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪১৬ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪১৭ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪১৮ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪১৯ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪২০ | নববর্ষ, শারদীয়া | |
| ১৪২১ | নববর্ষ, | |
| ১৪২২ | ||
| ১৪২৩ | ||
| ১৪২৪ | ||
| ১৪২৫ | ||
| ১৪২৬ | ||
| ১৪২৭ |
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.