লিটিল ম্যাগাজিন এবং ওয়েব মাগাজিনের প্রতি একটি আবেদন
আমরা ধুলোখেলার পক্ষ থেকে সমস্ত লিটিল ম্যাগাজিন এবং ওয়েব মাগাজিনের সম্পাদকদের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা একটি প্রজেক্ট শুরু করেছি সমস্ত ম্যাগাজিন স্ক্যান করে সংরক্ষণ এবং মাগাজিনের সূচিপত্রগুলি টাইপ করে আমাদের সাইটে রাখার।
আমাদের মূল উদ্দেশ্য নামি পত্রিকাগুলির সাথে সাথে বাংলায় প্রকাশিত সকল প্রকার ওয়েব ম্যাগাজিন এবং লিটল ম্যাগাজিনকে একটি ছাতার তলায় নিয়ে আসার। কালের গর্ভে পত্রিকাগুলি যাতে হারিয়ে না যায় তাই এই প্রয়াস। এক প্লাটফর্মে সকল পত্রিকাগুলি নিয়ে আসার এই উদ্যোগে এই ধরনের সকল পত্রিকার প্রকাশকদের সামিল হবার অনুরোধ রাখছি। উৎসাহী প্রকাশকরা তাদের মাগাজিনের সফটকপি এবং সূচিপত্র মেইল করবেন নিচের ইমেলে। হার্ড কপি ও পাঠাতে পারেন আমাদের।
যোগাযোগ করবেন
optifmcybertron@gmail.com
dhulokhela@gmail.com
বাংলা ভাষায় প্রকাশিত সমস্ত ওয়েব ম্যাগাজিন / লিটল ম্যাগাজিন এর ঠিকানা
| ওয়েব ম্যাগাজিন | লিটল ম্যাগাজিন | নেট থেকে প্রাপ্ত ম্যাগাজিন |
|---|---|---|
| ১. অনুভব | ১. অনুষ্টুপ | ১. অ-য়ে অজগর |
| ২. অবকাশ | ২. অপরাধ | |
| ৩. আমরা ও ফেলুদা | ৩. আলাপনী | |
| ৪. আমাদের ছুটি | ৪. উড়োজাহাজ | |
| ৫. ইচ্ছামতী | ৫. এখন সত্যজিৎ | |
| ৬. ঈশানকোণ | ৬. কিচির মিচির | |
| ৭. একপর্ণিকা | ৭. কবিতীর্থ | |
| ৮. কল্পবিশ্ব | ৮. কিশোর বিজ্ঞানী | |
| ৯. চমৎকার | ৯. কিশোর সঙ্গী | |
| ১০. জয়ঢাক | ১০. কিশোর পত্রিকা | |
| ১১. প্যালেট | ১১. কিশোর দুনিয়া | |
| ১২. বিজ্ঞান পত্রিকা | ১২. কলিখাতা | |
| ১৩. বহুমুখী | ১৩. গন্ডিছুট | |
| ১৪. বাছাই চর্যাপদ | ১৪. ঝিলিমিলি | |
| ১৫. মগজাস্ত্র | ১৫. ঝালাপালা | |
| ১৬.ম্যাজিক ল্যাম্প | ১৬. দর্পন | |
| ১৭. শিহরণ | ১৭. টগবগ | |
| ১৮. ডিং ডং পিং পং | ||
| ১৯. নদী | ||
| ২০. নাট্যকল্প | ||
| ২১. নিম্নগাঙ্গেয় সুন্দরবন সংস্কৃতি পত্রিকা |
||
| ২২. নীলকমল লালকমল | ||
| ২৩. নবার্ক | ||
| ২৪. পত্রপাঠ | ||
| ২৫. পরিচয় | ||
| ২৬. পরবাসিয়া পাঁচালী | ||
| ২৭. প্রস্তুতি পর্ব | ||
| ২৮. পর্বন্তর | ||
| ২৯. বই মেলা | ||
| ৩০. বিভব | ||
| ৩১. বোধ | ||
| ৩২. বিষয় কার্টুন | ||
| ৩৩. মায়াকানন | ||
| ৩৪. মনের আয়না | ||
| ৩৫. যুগ পরিবর্তন | ||
| ৩৬. সান্বয় | ||
| ৩৭. সমসাময়িক | ||
| ৩৮. সরস কার্টুন | ||
| ৩৯. সোভিয়েত সমীক্ষা | ||
| ৪০. সোনার বাংলা | ||
| ৪১. সঞ্চিতা | ||
| ৪২.. সবজান্তা মজারু | ||
| ৪৩. সবুজ সেনা | ||
| ৪৪. হিমাচল | ||
| ৪৫. হাতে খড়ি | ||
==================
একটি আবেদন - কেউ যদি পত্রিকা স্ক্যান করতে চান কিংবা আমাদের স্ক্যান করতে দিতে চান বা সূচিপত্র টাইপ করতে চান তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন।
dhulokhela@gmail.com
optifmcybertron@gmail.com
optifmcybertron@gmail.com
সাধু উদ্যোগ! আপনাদের সর্বৈব সাফল্য কামনা করি।
ReplyDelete