বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

কিভাবে ডাউনলোড করবেন?

বাংলা ভাষায় প্রকাশিত সমস্ত শিশু-কিশোর, বিজ্ঞান/ কল্প-বিজ্ঞান, রহস্য/রোমাঞ্চ, সাহিত্য, ভ্রমণ ও অন্যান্য পত্রিকা এবং সমস্ত লিটিল ও ওয়েব ম্যাগাজিন এক জায়গায় সূচিপত্র সহ হাই কোয়ালিটি ডিজিট্যালি সংরক্ষণ করে রাখার ব্যাবস্থা করা হচ্ছে এই প্রজেক্ট এ।


আমাদের সংরক্ষিত সমস্ত পত্রিকা একটি পোষ্টে একটি পত্রিকা ভিত্তিতে দেওয়া হয়। ব্লগে প্রকাশ কাল অনুযায়ী পোষ্ট গুলি সাজানো থাকে। ক্রমশ নীচে এসে পাতার শেষে "Older Post" এ ক্লিক করলে পুরনো পোষ্ট গুলিতে যাওয়া যায়।

পোষ্ট গুলি সাজানো হয় এভাবে -

প্রথমে পত্রিকা নিয়ে কয়েকটি কথা, তারপর সেই পত্রিকার কয়েকটি বিশেষ পাতার ছবি।

এর পর পত্রিকা সংক্রান্ত কয়েকটি তথ্য - যেমন, প্রকাশ কাল, পাতার সংখ্যা, PDF সাইজ 

এর পর থাকে পত্রিকাটি ডাউনলোড করার লিঙ্ক।



অথবা -

Download Link


এই লেখার ওপর ক্লিক/ট্যাব করলে পত্রিকাটি আপনার স্ক্রিনে খুলে যাবে। আমাদের পোষ্ট করা সমস্ত ্পত্রিকা গুগুল বা মাইক্রোসফট ওয়ান ড্রাইভে দেওয়া হয়। আপনার স্ক্রিনে নিচের ছবির মতো পত্রিকাটি খুলবে। সেখানে নীচে দেখানো মতো ডানদিকের ওপরে কর্নারে যে ডাউন অ্যারো চিনহ আছে, তাতে ক্লিক/ট্যাব পত্রিকাটি আপনার কম্পিউটারে বা ফোনে সেভ হবে।


এখন আপনি ফিরে যেতে পারেন পত্রিকা প্রকাশের সেই ফেলে আসা দিন গুলিতে। 
ডুবে যান এই হারিয়ে যাওয়া পত্রিকা গুলিতে।

যদি সেই পত্রিকার অন্যান্য সংখ্যা পেতে চান, তবে ডাউনলোড অপশনের নীচে এই ছবিতে ক্লিক করুন। সেই পত্রিকার জন্য সম্পূর্ণ আলাদা একটি পেজ খুলে যাবে। যেখানে ওই পত্রিকার এযাবৎকাল প্রকাশিত পত্রিকাগুলির লিঙ্ক প্রকাশ সাল অনুযায়ি সাজানো পেয়ে যাবেন।


ডাউনলোড অপশানের নীচে, যেখানে পোষ্টটি শেষ হচ্ছে তার নীচে কমেন্ট বক্সে
পোষ্টটি সম্পর্কে আপনার মতামত বা আপনার মূল্যবান পরামর্শ দিন।


এখানে দুটো আলাদা পাতায় টেবিল ফরম্যাটে সমস্ত ওয়েব/লিটল ম্যাগাজিন এবং প্রচলিত পত্রিকা সমূহ -এর লিস্ট দেওয়া আছে।


যেটি আপনি দেখতে চান, সেটি ক্লিক/ট্যাব করলে
 নীচের ছবির মতো টেবিল আপনার সামনে খুলে যাবে।



আপনি আপনার পছন্দ মতো পত্রিকার ওপর ক্লিক/ট্যাব করলে পত্রিকাটির একটি আলাদা পাতা টেবিল আকারে খুলে যাবে, এবং সেখানে এখনো পর্যন্ত ধূলোখেলাতে সংরক্ষিত সেই পত্রিকার সমস্ত ইস্যু বা সূচীপত্রের লিঙ্ক দেওয়া আছে।
যেমন নীচের এই ছবিতে দেখা যাচ্ছে - 



আপনি এখান থেকেও নির্দিষ্ট পত্রিকাটি ডাউনলোড করতে পারেন। 
প্রতিটি  তারিখের ওপর সেই পত্রিকার লিঙ্ক দেওয়া আছে।


এছাড়াও আপনি চাইলে  "Followers" ট্যাবে ফলো করে নিয়মিত নতুন পোষ্টের মেসেজ পেতে পারেন।


ঘোষণা ট্যাব ও বিশেষ সদস্য হবার উপায়
আমাদের উদ্দেশ্য ছিল সব পত্রিকা সব পাঠক বিনা বাধায় পাবেন। কিন্তু নানা কারনে কিছু পত্রিকা আমাদের সীমিত বিতরন পদ্ধতিতে যেতে হয়েছে। কেন ও কিভাবে বিশেষ পত্রিকা পাবেন ও হয়ে উঠবেন ধুলোখেলার বিশেষ সঙ্গীসাথী, দেখে নিন বিস্তারিত ভাবে ঘোশণা ট্যাবে ও হয়ে উঠুন আমাদের টিমের একজন।


অনুদান
আমাদের প্রতিনিয়ত বই কেনা, বা স্ক্যানার অন্যান্য সরঞ্জামের জন্য বেশ কিছু খরচ হয়। এছাড়াও বর্তমানে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রতি পাতা ৫০ পয়সা হিসেবে কিছু বেকার যুবক যুবতিকে স্ক্যান করার কাজে লাগানো হয়েছে। এই খরচ কিছুটা তুলতে অনুদান ও বই বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এব্যাপারে বিস্তারিত অনুদান ট্যাবে দেওয়া আছে।


সংগ্রহশালা ও সূচী সিন্দুক

আমাদের মূল উদ্দেশ্য নামি পত্রিকাগুলির সাথে সাথে বাংলায় প্রকাশিত সকল প্রকার প্রচলিত/অপ্রচলিত ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন এবং লিটল ম্যাগাজিনকে একটি ছাতার তলায় নিয়ে আসার। কালের গর্ভে পত্রিকাগুলি যাতে হারিয়ে না যায় তাই এই প্রয়াস। এক প্লাটফর্মে সকল পত্রিকাগুলি নিয়ে আসার এই উদ্যোগে এই ধরনের সকল পত্রিকার প্রকাশকদের সামিল হবার অনুরোধ রাখছি। উৎসাহী প্রকাশকরা তাদের মাগাজিনের সফটকপি এবং সূচিপত্র মেইল করবেন নিচের ইমেলে। হার্ড কপি ও পাঠাতে পারেন আমাদের।

যোগাযোগ করবেন 
optifmcybertron@gmail.com  
dhulokhela@gmail.com

6 comments:

  1. Unable to download. Access denied for google drive. Please provide access

    ReplyDelete
  2. Same issue. Unable to download. Access denied for google drive. Please provide access

    ReplyDelete
    Replies
    1. Same Reply. Please fulfill one of the conditions given for getting special issues.

      Delete
  3. Please access ta dita prben aktu download krbo Access denied sb kta

    ReplyDelete
  4. Please Navigate us where we can find your conditions. I am unable to find it.

    ReplyDelete
    Replies
    1. https://dhulokhela.blogspot.com/p/blog-page_226.html

      Delete

Please encourage if you like our posts.