সম্পাদক - অমিয় কুমার চক্রবর্তী, অর্চন চক্রবর্তী
প্রকাশক - অভ্যুদয় প্রকাশ মন্দির
প্রথম প্রকাশ - ১৯৭১
পত্রিকার ওয়েবসাইট : www.chutirghonta01.wordpress.com
অভ্যুদয় প্রকাশ মন্দির থেকে অনেক সুন্দর সুন্দর বই প্রকাশ হয়েছিল। ১৯৭১ সালে সংস্থায় প্রতিষ্ঠাতা অমিয় কুমার চক্রবর্তী তার সম্পাদনায় নিয়ে ছোটদের জন্য এক দুরন্ত পত্রিকা "ছুটির ঘন্টা" । অত্যন্ত দুঃখ্যের বিষয় এই যে, এই সুন্দর পত্রিকাটি মাত্র এক বছর চলার পর বন্ধ হয়ে যায়। যদিও বর্তমান কালে আবার নতুন করে প্রকাশের চেষ্টা চলছে। ওয়েব ম্যাগাজিন হিসেবে তার সুযোগ্য পুত্র অর্চন চক্রবর্তী ত্রৈমাসিক ওয়েব ম্যাগাজিন হিসেবে আবার সবার সামনে তুলে এনেছেন এবং প্রয়াস চলছে চালিয়ে যাবার। এই প্র্যাসে প্রথমে সহযোগী সম্পদাক হিসেবে ছিলেন জয়ন্ত মুখোপাধ্যায়, বর্তমানে রয়েছেন পল্লব চট্টোপাধ্যায়। এছাড়াও বর্ষীয়ান সাহিত্যিক রেবন্ত গোস্বামী, অরুন আইন প্রমুখ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা ধুলোখেলার পক্ষ থেকে তার সাফল্য কামনা করি।
প্রকাশকাল | সূচিপত্র লিঙ্ক | ডাউনলোড লিঙ্ক |
---|---|---|
১৯৭১ | জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, | |
২০২২ | ||
২০২৩ | ||
২০২৪ | ||
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.