প্রকাশ কাল - ২০০১ -
প্রকাশক - সাগরিকা অ্যাকাষ্ট্রনিক্স প্রা.লি.
(মিউজিক কোম্পানী)
.
সঙ্গীত বার বার ভেঙ্গে দিয়েছে মানচিত্রের সীমা। পেরিয়ে গেছে ভৌগলিক বিধি নিষেধের সব গন্ডি। মানুষের অন্দরের গূঢ়তম রসায়ন ভাষার গন্ডি ভেদ করে যেতে পারে। পৃথিবীর তাবৎ মানুষ্কে বশীকরণের কোনও মন্ত্র যদি কারও কাছে থাকে, সে সংগীতেরই আছে। আহ সংগীত মেলা গানকে অবলম্বন করে বেঁচে থাকা মানুষের কাছে এক মিলন ক্ষেত্র, প্রাণের উৎসব।
এই সংগীতের জন্য আলাদা পত্রিকার ভাবনা সাগরিকা মিউজিক-এর তরফে করা হয় ও ২০০১ সালে তাঁর পথ চলা শুরু। প্রত্যেক সংখ্যার সাথে থাকত একটি করে ফ্রী ক্যাসেট। স্বল্প আয়ু এই মাসিক পত্রিকায় অনেক মণিরত্ন সংযোজিত হয়েছে। প্রচন্ড যত্ন সহকারে এই পত্রিকায় সব লেখা উপস্থাপন করা হতো।
প্রকাশকাল | সূচিপত্র লিঙ্ক | ডাউনলোড লিঙ্ক |
---|---|---|
২০০১ | , এপ্রিল, ডিসেম্বর. | |
২০০২ | জানুয়ারি, ফেব্রুয়ারি-মার্চ, এপ্রিল, | |
২০০৩ | ||
২০০৪ | ||
২০০৫ |
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.