প্রকাশ কাল - ১৩৮৪ - ১৩৯২
প্রকাশক - সাক্সেস পাবলিশিং হাউস
বাংলা শিশু সাহিত্যে প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত পক্ষিরাজ পত্রিকাটি এক অনন্য সম্মানের স্থান অধিকার করে রেখেছে। এই নামটি প্রেমেন্দ্র মিত্র কিশোর ভারতীর প্রকাশকালে দীনেশ চট্টোপাধ্যায় কে নতুন পত্রিকার জন্য সাজেস্ট করেছিলেন । অবশেষে তিনি নিজের সম্পাদিত পত্রিকার নাম এটি রাখেন। এক সময় বহু প্রথিতযশা সাহিত্যিক এখানে লিখেছেন। তাদের মধ্যে নিয়মিত ছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, অতীন বন্দ্যোপাধ্যায়, সংকষর্ণ রায়, শিশির কুমার মজুমদার প্রমুখ। আর্থিক ও অন্যান্য নানা কারনে এক সময়ে পত্রিকাটি অনিয়মিত ও ক্ষীন কলেবর হয়ে পড়ে। পরবর্তীতে মনোজ দত্ত সম্পাদকের দায়িত্ব নিয়ে সুনাম ফিরিয়ে আনার চেষ্ট করলেও সেভাবে আর প্রতিষ্ঠিত হতে পারে নি।
প্রকাশকাল | সূচিপত্র লিঙ্ক | ডাউনলোড লিঙ্ক |
---|---|---|
১৩৮৪ | সূচীপত্র | |
১৩৮৫ | সূচীপত্র | , জৈষ্ঠ, ভাদ্র, অগ্রহায়ন, শারদীয়া, |
১৩৮৬ | সূচীপত্র | বৈশাখ, জৈষ্ঠ, |
১৩৮৭ | সূচীপত্র | কার্তিক, |
১৩৮৮ | সূচীপত্র | , জৈষ্ঠ, আষাঢ়, মাঘ, |
১৩৮৯ | ||
১৩৯০ | সূচীপত্র | , জৈষ্ঠ, অগ্রহায়ন, ফাল্গুন, শারদীয়া, |
১৩৯১ | সূচীপত্র | বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, কার্তিক, অগ্রহায়ন, , শারদীয়া, |
১৩৯২ | সূচীপত্র | বৈশাখ, জৈষ্ঠ,আষাঢ়, |
১৩৯৩ |
HOLOOD MOLAAT, PAKKHIRAAJ PUJOSANKHYA KUJE BERACHHI... KEU EKTU HELP KORBEN ??
ReplyDeletePele nischoi Dhulo Khelay share korbo. But I have a curiosity about Itanagar Acting Club....is it located in Itanagar, the capital of Arunachal Pradesh. Actually I had the opportunity to work as an editor in Arunachal Front ( our office was at Takar bldg, Naharlagun) for a few months in 2018 and later in Eastern Sentinel for more than two years. Thanks and regards.
ReplyDelete