বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

আমাদের ছুটি

 আমাদের ছুটি - আন্তর্জাল ভ্রমণপত্রিকা


সম্পাদক - দময়ন্তী দাশগুপ্ত

প্রকাশকাল - ১৪১৮ - চলছে
ওয়েব ঠিকানা ঃ http://www.amaderchhuti.com/

ইন্টারনেটের দুনিয়াতে গোটা পৃথিবীটা যেমন নাগালের মধ্যে চলে আসে, তেমনি মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া আর বন্ধুত্ব গড়ে তোলাও আজ খুবই সহজ। একই ভাবে ভ্রমণও পারে দূরকে কাছে আনতে, অপরিচিতকে আত্মীয়তার বন্ধনে আপন করে নিতে। ভ্রমণকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে একটা অন্য রকম পৃথিবী - যেখানে সবাই হয়ে উঠবে পরস্পরের বন্ধু। 

চেনা জীবনের চার দেওয়ালের বাইরে তো আমরা সবাই-ই মাঝেমধ্যে হারিয়ে যেতে চাই। পকেটের জমাখরচ আর ছুটির অঙ্ক মিলিয়ে ছুট লাগাই পিঠে রুকস্যাক, কাঁধে ব্যাগ ঝুলিয়ে। ক্যামেরায় বেঁধে রাখতে চাই সেইসব মুহূর্তগুলোকে - যা রয়ে গেল চিরদিনের সম্পদ হয়ে। ডায়েরির পাতা ভরে ওঠে প্রকৃতি আর মানুষের নিবিড় সান্নিধ্যের কথায়। ভালোলাগার এই ছোট ছোট মুহূর্তগুলো ইচ্ছে করে সবার সঙ্গে ভাগ করে নিতে। এইসব ভাবনার পাশাপাশি ভালোবাসা আর নতুন কিছু করার ইচ্ছা থেকেই জন্ম নিয়েছে ‘আমাদের ছুটি’। 

বাংলাভাষায় বেশ কিছু উঁচু মানের সাহিত্যপত্রিকার ওয়েবসাইট থাকলেও ভ্রমণকাহিনি, বেড়ানোর ছবি, তথ্য, বেড়ানোর প্ল্যান, খবর এবং আরও নানাকিছু নিয়ে একটা পূর্ণাঙ্গ বাংলা ভ্রমণ ই-পত্রিকা ওয়েবে আর নেই – আমরা সেই অভাবটাই পূরণ করতে চেয়েছে। পৌঁছে দিতে চেয়েছে পাঠকদের কাছে বিনামূল্যে। 



প্রকাশকাল সূচিপত্র লিঙ্ক ডাউনলোড লিঙ্ক
১৪১৮
বৈশাখ -জ্যৈষ্ঠভাদ্র-আশ্বিনপৌষ-মাঘ
১৪১৯
বৈশাখ-জ্যৈষ্ঠভাদ্র-আশ্বিন, পৌষ-মাঘ
১৪২০ বৈশাখ, শ্রাবন, কার্ত্তিকমাঘ
১৪২১
বৈশাখশ্রাবনকার্ত্তিকমাঘ
১৪২২
বৈশাখশ্রাবনকার্ত্তিকমাঘ
১৪২৩
বৈশাখশ্রাবন, কার্ত্তিকমাঘ
১৪২৪
বৈশাখশ্রাবণ,  কার্ত্তিকমাঘ
১৪২৫
বৈশাখশ্রাবণ, 
১৪২৬


All credit goes to Amader Chuti Team. 


আমাদের আবেদনে সাড়া দিয়ে "আমাদের ছুটি' পত্রিকার সম্পাদিকা 
তাদের এই  আন্তর্জাল ভ্রমণপত্রিকা ধূলোখেলাতে প্রকাশের অনুমতি দিয়েছেন। 


আরো অনেকে এগিয়ে আসুন - এই আবেদন সকলের প্রতি রইলো।


Please visit their website 

http://www.amaderchhuti.com

No comments:

Post a Comment

Please encourage if you like our posts.