সম্পাদক - সমরেশ বসু, দিব্যেন্দু সিংহ
প্রকাশক - শুভম
প্রথম প্রকাশ - ১৯৮২
বাংলা ভাষায় প্রকাশিত একটি অবিস্মরণীয় পত্রিকা মহানগর। সমরেশ বসু ও দিব্যেন্দু সিংহ সম্পাদিত অপেক্ষাকৃত ছোট পাবলিকেশন শুভম এর ব্যানারে একটি অসাধারন উদ্যোগ ছিল এই পত্রিকা। বহু বিখ্যাত লেখকের সাথে অনেক অনামী লেখকেও সুযোগ দিয়েছিল এই পত্রিকা। অগ্নিমিত্র-র লেখা আপোষ করিনি ও হৃষিকেশ ভট্টাচার্যর দ্বান্দিক এই পত্রিকায় প্রকাশিত অন্যতম সেরা সৃষ্টি। এছাড়াও সমরেশ বসু, শ্যামল গঙ্গোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, দিব্যেন্দু পালিত, নবনীতা দেবসেন সহ বহু বিশিষ্ট লেখকের লেখা এই পত্রিকায় প্রকাশ হয়েছিল।
এই প্রকাশনী ছোটদের জন্য আরো একটি অসাধারণ পত্রিকা "সবজান্তা মজারু" কিছুদিন প্রকাশ হয়েছিল।
কিন্তু এই অসাধারণ পত্রিকাটিও বেশীদিন স্থায়ী হতে পারেনি। ইন্টারনেটেও এই পত্রিকা সম্পর্কে তথ্য পাওয়া আয় না। ধুলোখেলা এই দুটি পত্রিকা সংরক্ষণের মাধ্যমে সকলের হাতে তুলে দিচ্ছে।
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.