প্রকাশ কাল - ১৯৮৬ -
প্রকাশক - মিত্র প্রকাশন প্রাইভেট লিমিটেড
এলাহাবাদ (বর্তমান প্রয়াগ রাজ) থেকে প্রকাশিত একটি অত্যন্ত জনপ্রিয় প্রতিষ্ঠিত পত্রিকা, যা এক সময় সমাজে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। বেশ কিছু আলোড়ন তোলা প্রচ্ছদ কাহিনী এই পত্রিকায় প্রকাশ পায়। সে সময় প্রকাশিত দেশ, প্রতিক্ষণ, মহানগর, পরিবর্তন পত্রিকার আদলে একটি ভিন্ন ধর্মী পত্রিকা, যা কিছু প্রবাসী বাঙ্গালী সুদূর এলাহাবাদে বসে দীর্ঘদিন চালিয়ে গেছেন। বিক্রি সংখ্যা যথেষ্ট ছিল। বেশ কিছু নতুন মুখের লেখা এই পত্রিকায় প্রকাশ পেয়েছিল। শ্যামল গঙ্গোপাধ্যায়, রবিশংকর বল প্রমুখ প্রথিতযশা লেখকদের পাশাপাশি আলোক মিত্র, রমাপ্রসাদ ঘোষাল, প্রদীপ বসু সহ বেশ কিছু নতুন লেখক এই পত্রিকার মাধ্যমে তাদের হাত পাকিয়েছেন।
প্রকাশকাল | সূচিপত্র লিঙ্ক | ডাউনলোড লিঙ্ক |
---|---|---|
১৯৮৬ | , জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর. | |
১৯৮৭ | , ফেব্রুয়ারি , মে, | |
১৯৮৮ | জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই, সেপ্টেম্বর, , নভেম্বর, | |
১৯৮৯ | জানুয়ারি, জুন, আগস্ট, | |
১৯৯০ | , এপ্রিল, ডিসেম্বর. | |
১৯৯১ | , ফেব্রুয়ারি, , নভেম্বর, | |
১৯৯২ | ||
১৯৯৩ | , জুন, জুলাই, ডিসেম্বর. | |
১৯৯৪ | জানুয়ারি, | |
১৯৯৫ | , মার্চ, এপ্রিল, মে, | |
১৯৯৬ | , ফেব্রুয়ারি, | |
১৯৯৭ | , মার্চ, | |
১৯৯৮ | , জুলাই, |
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.