বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

সন্দেশ

(ছোটোদের মাসিক পত্রিকা)

সম্পাদক - উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, সুবিনয় রায়, সত্যজিৎ রায়, সুভাষ মুখোপাধ্যায়, লীলা মজুমদার, নলিনী দাশ, বিজয়া রায়, সুজয় সোম, সন্দীপ রায় 
প্রকাশ কাল - সূচনা - ১৯১৩ - ১৯৩৪
১৯৬১ (নব পর্যায়) - চলছে 


সন্দেশ হল কিশোরদের জন্য কলকাতা থেকে বাংলায় প্রকাশিত একটি মাসিক পত্রিকা। ১৯১৩ সালে এই পত্রিকাটির জন্ম দেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, তাঁর মেসার্স ইউ. রায় অ্যান্ড সন্স (M/s U. Roy & Sons) কোম্পানী প্রকাশনের মাধ্যমে। ১৯১৫ সালে উপেন্দ্রকিশোর মারা যাবার পর এর সম্পাদনার ভার নেন তাঁর পুত্র সুকুমার রায়। সুকুমার রায়ের সম্পাদনার সময়েই সন্দেশ একটি অনন্য পত্রিকা হয়ে ওঠে যাতে সাহিত্য রসের সঙ্গে হাস্য ও কৌতুক রস, এবং বিজ্ঞান ও জগৎ সম্বন্ধে তথ্যাদির সমাবেশ ঘটে। তবে সুকুমার পত্রিকাটিতে শিশুদের উদ্যেশ্যেই বেশি লিখতেন।

১৯২৩ সালে সুকুমারের অকালমৃত্যুর পর তাঁর ভাই সুবিনয় সন্দেশের সম্পাদনা দেখাশোনা শুরু করেন। কিন্তু তা সত্ত্বেও ১৯২৬ সালে পত্রিকাটি সময়িকভাবে বন্ধ হয়ে যায়। ১৯২৯ সালে নতুন মালিকানার অধীনে পত্রিকা পুনিরায় প্রকাশিত হয় এবং এবারে সুবিনয়ও একজন সম্পাদক হিসাবে থেকে যান। কিন্তু ১৯৩৩-৩৪ সালে ইউ. রায় অ্যান্ড সন্স কোম্পানী উঠে গেলে পত্রিকাটি আবার বহুদিনের (প্রায় তিন দশকের) জন্য বন্ধ হয়ে য়ায়।

১৯৬১ সালে সত্যজিৎ রায় ও কবি সুভাষ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সন্দেশ পত্রিকা আবার নতুন করে প্রকাশিত হয়। সত্যজিৎ রায়ের অনেক রচনাই এখানে প্রথম প্রকাশিত হয়। ১৯৬৩ সালে কবি সুভাষ মুখোপাধ্যায়ের বদলে সত্যজিতের পিসি স্বনামধন্যা লেখিকা লীলা মজুমদার সত্যজিতের সঙ্গে সন্দেশের সাম্মানিক সহসম্পাদকত্ব অধিগ্রহণ করেন। ১৯৬৩ সালেই সত্যজিৎ রায় "সুকুমার সাহিত্য সমবায় সমিতি" নামে একটি অলাভজনক সাহিত্য সমবায়-সমিতি (কো-অপারেটিভ) গঠন করেন যা এখনো অবধি সন্দেশ চালিয়ে যাচ্ছে। ১৯৭৪ সাল থেকে সত্যজিতের মাসতুতো বোন নলিনী দাস এর আরেকজন সহ-সম্পাদক হন, এবং বস্তুতপক্ষে হন এর কার্যনির্বাহী (এক্সিকিউটিভ) সম্পাদক, এবং তাঁর স্বামী অশোকানন্দ দাস হন এর সাম্মানিক প্রকাশক। সত্যজিৎও এঁদের সঙ্গেই কাজ করতে থাকেন। তিনি তাঁর অনেক মূল রচনা ছাড়াও সন্দেশে অনেক জ্ঞান বিজ্ঞানের কথা লিখতেন। যেমন কিছুদিন তিনি প্রতিটি সংখ্যায় একটি করে স্বল্প পরিচিত প্রাণীর ছবি ও তার সম্বন্ধে নানা মজার তথ্য লিখতেন। চিত্রবিচিত্র ধাঁধা, কমিক স্ট্রিপ, লিমেরিক, ছোট গল্প, ধারাবাহিক উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদির সুসমন্বয়ে পত্রিকাটি সেই সময় অনেক জনপ্রিয়তা অর্জন করে। এর একটি অংশে ১৬ বছরের থেকে ছোটদের নিজেদের লেখা ও আঁকা ছাপা হত, যার নাম ছিল হাত পাকাবার আসর। তার মানও ছিল যথেষ্ট উন্নত। সুকুমার রায়ের সন্দেশ ছিল শিশু ও কিশোরদের মনোরঞ্জনের জন্য, এই সম্পাদকমণ্ডলী এটিকে তরুণদের কাছেও আকর্ষণীয় করে তোলেন।

১৯৯২-৯৩ সালে পত্রিকাটি আবার দুর্গতির সম্মুখীন হয় কারণ মাত্র ১৪ মাসের মধ্যে সত্যজিৎ রায়, নলিনী দাস ও অশোকানন্দ দাস পরলোক গমন করেন। ১৯৯৪ সালে লীলা মজুমদারও এত অসুস্থ হয়ে পড়েন যে তাঁর পক্ষেও এর কার্য নির্বহন চালানো অসম্ভব হয়ে পড়ে।

১৯৯৩-৯৪ থেকে সত্যজিতের পুত্র সন্দীপ রায় এর সহ-সম্পাদক হন এবং, নলিনী দাসের পুত্র অমিতানন্দ দাস এর প্রকাশনা গ্রহণ করেন। কিন্তু এই অনভিজ্ঞ জুটির পক্ষে দ্রুত পরিবর্তনশীল সময়ের সঙ্গে পাল্লা দেওয়া দুষ্কর হয়ে পড়ছিল - কারণ কমিক্স, দূরদর্শন, কেবল টিভি, এবং রংবেরঙের ছবিওয়ালা পত্রিকাগুলির সঙ্গে প্রতিযোগীতায় শিশু ও কিশোর পত্রিকাগুলি পিছিয়ে পড়তে থাকে। সন্দেশ ছিল একটি সাদা কালো পত্রিকা এবং তখন ধুঁকতে ধুঁকতে লড়ে চলেছে, লোকসান হচ্ছে, মাঝে মাঝে দু-একটা সংখ্যা বাদ পড়ছে।

২০০৩ সালে ফোর্ড ফাউন্ডেশন সন্দেশকে পুনর্জীবিত করার উদ্দশ্যে কিছু অর্থসাহায্য দেয়। কিন্তু তখন অনেক রঙীন পাতা ও দৃষ্টিনন্দন চেহারা সত্ত্বেও সমবায় সমিতির মতানৈক্যের কারণে সন্দেশ আর্থিক ভাবে অচল হয়ে পড়ে। ২০০৫-এর জুলাই থেকে ২০০৬-এর এপ্রিলের মধ্যে এর বেশ কয়েকটি সংখ্যা প্রকাশ হতে পারেনি।

২০০৬এর অগষ্ট মাস থেকে আবার নতুন উদ্যমে সাহিত্যের উন্নতমান ও সুসংহত পরিচালনার মাধ্যমে পত্রিকাটিকে পুনরায় জনপ্রিয় করার চেষ্টা চলছে। চারটি অপ্রশিত সংখ্যার পর শারদীয়া সন্দেশ আবার বার হয়েছে। পত্রিকাটি যাতে আবার ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে, এবং এর মান বজায় থাকে ও পাঠকমণ্ডলী বৃদ্ধি পায় তার জন্য পরিকল্পনা তৈরি হয়েছে।
(কৃতজ্ঞতা ঃ বাংলা উইকিপিডিয়া)


প্রকাশকাল সূচিপত্র লিঙ্ক ডাউনলোড লিঙ্ক
১৩২০

১৩২১

১৩২২
বৈশাখ, জৈষ্ঠ্য
১৩২৩
১৩২৪

১৩২৫

১৩২৬

১৩২৭
১৩২৮

১৩২৯
১৩৩০

১৩৩১
বৈশাখ, জৈষ্ঠ্যআষাঢ়
১৩৩২
১৩৩৩
১৩৩৬
১৩৩৭

১৩৩৮
, আশ্বিন, কার্তিক
১৩৩৯

১৩৪০
১৩৪১

১৩৬৮ সূচীপত্র বৈশাখ, জৈষ্ঠ্য
১৩৭০
বৈশাখজৈষ্ঠ্য,  আষাঢ়শ্রাবণভাদ্রআশ্বিন
১৩৭১
অগ্রহায়ণ
১৩৭২
১৩৭৩

১৩৭৪

১৩৭৫

১৩৭৬
কার্তিকঅগ্রহায়ণ, , চৈত্র
১৩৭৭

১৩৭৮
পৌষ, মাঘফাল্গুনচৈত্র
১৩৭৯

১৩৮০
বৈশাখজৈষ্ঠ্যআষাঢ়শ্রাবণশারদীয়াকার্তিক, মাঘফাল্গুন
১৩৮১সূচীপত্র বৈশাখ, জৈষ্ঠ্যআষাঢ়শ্রাবণশারদীয়াকার্তিকপৌষমাঘফাল্গুনচৈত্র
১৩৮২
কার্তিকঅগ্রহায়ণ, , 
১৩৮৩

১৩৮৪
বৈশাখজৈষ্ঠ্য,  শারদীয়া
১৩৮৫
, আষাঢ়
১৩৮৬

১৩৮৭

১৩৮৮সূচীপত্র শারদীয়া
১৩৮৯

১৩৯০

১৩৯১

১৩৯২

১৩৯৩

১৩৯৪ সূচীপত্র জৈষ্ঠ্য,  শারদীয়া
১৩৯৫ সূচীপত্র আষাঢ়শারদীয়াপৌষমাঘ, ,  চৈত্র.
১৩৯৬ সূচীপত্র কার্তিক
১৩৯৭
মাঘ,  ফাল্গুন
১৩৯৮
বৈশাখ
১৩৯৯

১৪০০
পৌষচৈত্র.
১৪০১
পৌষমাঘফাল্গুনচৈত্র.
১৪০২ সূচীপত্র  ,  অগ্রহায়ণপৌষমাঘ
১৪০৩ সূচীপত্র
১৪০৪

১৪০৫
্কার্তিক
১৪০৬

১৪০৭

১৪০৮
বৈশাখ-জৈষ্ঠ্য, চৈত্র
১৪০৯ সূচীপত্র  ,  শারদীয়া
১৪১০ সূচীপত্র কার্তিকপৌষ
১৪১১ সূচীপত্র  , জৈষ্ঠ্যআষাঢ়
১৪১২সূচীপত্র  বৈশাখজৈষ্ঠ্যমাঘ - ফাল্গুনচৈত্র
১৪১৩ সূচীপত্র কার্তিক
১৪১৪
মাঘ
১৪১৫ সূচীপত্র আষাঢ় - শ্রাবণ
১৪১৬
কার্তিক-অগ্রহায়ণ,
১৪১৭
অগ্রহায়ণ - মাঘ
১৪১৮ সূচীপত্র বৈশাখ - শ্রাবণ
১৪১৯
শারদীয়াকার্তিক - মাঘ,  , 
১৪২০ সূচীপত্র বৈশাখ - আষাঢ়কার্তিক-মাঘফাল্গুন - চৈত্র
১৪২১ সূচীপত্র  , 
১৪২২

১৪২৩

১৪২৪

11 comments:

  1. Sandesh er ekti bishesh Kolpobigyan sonkhya beriyechilo bodh hoy 2012-15 ei somoy er kono ekti bochor, thik mone nei, Satyajit ray er Abotar lekhati cholchilo tokhon. Ache karur kache sei sonkhya ti?

    ReplyDelete
  2. 1969,1970,1974,1975,1977 April,1978,1987,1988,1989,1991,1995,1996,1998,2002,2003,2004,2005,2008,2010,2011,2012,2013,2014 egulor pdf download kora jachena please help korben.osadhron proyas eti .ami egulo porte chai please help me

    ReplyDelete
  3. 2020 Pujosankhya chai.

    ReplyDelete
  4. 2015 theke 2019 porjonto pujosankhay pele bhalo hoi.

    ReplyDelete
    Replies
    1. এত নতুন বই আমরা দেই না।

      Delete
    2. SATYAJIT RAY-r Janmosatobarshiki suru hoyeche. Gato Pujabarshiki sankhyae tar kichu lekha ba aka nischoy kichu chilo, jenechi bolei khoj korchi. Pele bhalo hoy. R 2015 - 2019 er collection gulo kabe asbe ei blog-ey ?? SANDESH patrikatir ekta oitihasik gurutto ache. Jakhan ei patrikar sathe Banglar sahityjagater namkara dikpal lekhak lekhikara joriye chilen sristir adikal theke. Sutorang pathoker abeger jayegata bujhe patrikatir baki bachorgulor mudrito sankhya debar chesta karun .
      Asha kori gurutto deben. Apnader blogger subhokamona kari.

      Delete
  5. ki holo apnader Sandesher stock sesh ?

    ReplyDelete
  6. SANDESH-er poush 1401-er ager o parer sankhya gulo din jate SONAR KELLAR puro chitronatya para jabe.
    Erakam ordhek pathe maja koi ?

    R Satyajit Rayer nijer hate chitrankito Sandesher kono galper puro sankhya thakle seta din.

    ReplyDelete
  7. SONAR KELLA lagbe na, peye gechi.
    Bhalo purono Sandesh nei R ?

    ReplyDelete
  8. Satyajit Rayer nijer hate chitrankito Sandesher kono galper puro sankhya thakle seta din.

    ReplyDelete
  9. 1427 sandesh pujabarshiki ta paoa gele bhalo hoto

    ReplyDelete

Please encourage if you like our posts.