কিছু ঐশ্বর্য্য আমার হাতে এসেছে, আপনাদের সাথে অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই।
আমি কণা পদার্থবিদ্যার গবেষক ছাত্র, কলকাতার সাহা ইনস্টিটিউটে পি এইচডি করি, গবেষণা একেবারে শেষের দিকে। আশা করি আর এক মাসের মধ্যে থিসিস জমা করতে পারব। আমার দুজন সুপারভাইসর। এর মধ্যে একজনের নাম সুনন্দ বন্দ্যোপাধ্যায়। তিনি এখন প্রবাসী, আমেরিকার শিকাগো শহরের উপকন্ঠে ফার্মিল্যাবে গবেষণারত, বছরে একবার কলকাতায় আসেন, আমার সঙ্গে কাজকর্ম মূলত প্রতিদিনকার ভিডিও কনফারেন্সে হয়ে থাকে। এছাড়া আমায় প্রতিবছর সুইজারল্যান্ডের জেনিভায় CERN গবেষণাগারে যেতে হয়, সেখানেও তিনি আসেন। এভাবেই এতদিন কাজ চলে এসেছে। উপেন্দ্রকিশোরের কন্যা সুখলতার পুত্র জিষ্ণু রাও সুনন্দদার সম্পর্কে কাকা। তিনি পঞ্চাশের দশকে কেমব্রিজে চলে যান ও সেখানেই থেকে যান। তাঁর কাছে সুকুমারের আঁকা কিছু ছবি ছিল যা তিনি ১৯৫৩ সালে তাঁর মা কে ডাকযোগে পাঠান। সুনন্দদার বাড়ির কিছু পুরনো চিঠিপত্র থেকে সেই ছবি বেরোয় গত সপ্তাহে। সুনন্দদা সেই ছবিগুলি আমায় দিয়ে দিয়েছেন ও তার সঙ্গে দিয়েছেন প্রচুর পুরনো সন্দেশ। এর মধ্যে বেশ কিছু সুকুমারের সময়কার। ঐ সন্দেশগুলিতে বিভিন্ন লেখকের লেখার সঙ্গে সুকুমারের প্রচুর আঁকা ছবি রয়েছে। এর বেশীরভাগই পরে আর কখনও প্রকাশিত হয়নি। সন্দেশ ছাড়া কয়েকটা সঞ্জীবনী ও প্রবাসীও রয়েছে।
আমি খুব বেশীদিন ভারতে নেই। আগামী সপ্তাহে বেঙ্গালুরু তে থাকবো, তারপর একমাস কলকাতায়, তারপরের ছয়মাস শিকাগোতে আর তারপরে কোন জাহান্নামে আমি নিজেও জানি না। ওই একমাসের মধ্যে স্ক্যান করা সম্ভব কি? আমি ইচ্ছুক স্ক্যানারের বাড়ি গিয়ে বই দিয়ে আসব। স্ক্যান শেষ হলে নিয়েও আসব। শুধু যত্ন করে স্ক্যান করতে হবে।
ধন্যবাদান্তে।
সৌরভ দে
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা সৌরভের সাথে যোগাযোগ করে বইগুলি সংগ্রহ করেছি। আস্তে ধীরে সব বই স্ক্যান হয়ে সংরক্ষণ করা হবে ধুলোখেলায়!
Cover Page
Sample Pages
Date - 08/1973 or Sraban 1380
Year - 14, Number - 4
Pages - 56
PDF Size - 5.2 MB
Hard Copy - Sourav Dey
Scan & Edit - OP
Download Link
Great works done by 'dhulokhela' by collecting those rare material from Mr. Sourav de. Scanning can preserve those valuable material from great destroyer,TIME. Hope all of those will be available soon.
ReplyDeleteAmar priyo Sandesh
ReplyDelete