বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

বেতার জগৎ


 বেতার জগৎ



 সম্পাদক - 

প্রকাশ কাল - ১৯২৮ - ১৯৮৬
প্রকাশক - দি ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি
.

বেতার প্রোগ্রাম সবাই শুনে থাকেন। ভাল বা মন্দ লাগলে পত্রাঘাতে জর্জ্জরিত হ’য়ে ওঠেন প্রোগ্রাম পরিচালক! কিন্তু একটি প্রোগ্রাম রচনা ও তা অনুষ্ঠিত হবার পূর্ব্ব মুহূর্ত্তে লেখক প্রযোজক ও আর্টিস্টদের কত বাধা বিপত্তি অসুবিধার সম্মুখীন হ’তে হয়— তারই জীবন্ত চিত্র রস-সঞ্চারে মূর্ত্ত হ’য়ে উঠ্‌বে এই ‘রিহার্স্যাল’ নাটিকায়!’’ ‘রিহার্স্যাল’ শিরোনামে এই ঘোষণাটি প্রকাশিত হয়েছিল ১৯৪১-এর ১ অগস্ট, ‘বেতার জগৎ’-এ। ১ নম্বর গারস্টিন প্লেসের আকাশবাণী ভবন কলকাতা থেকে ‘দি ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি’ পাক্ষিক এই পত্রিকাটি প্রকাশ করত, বেতারের যাবতীয় অনুষ্ঠানের খবর শ্রোতাদের কাছে আগাম পৌঁছে দিতে। ১৯২৮-১৯৮৬-র ১৫ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত এই পত্রিকায় অনুষ্ঠান সূচি ছাড়াও থাকত কথিকা, গান, গল্প, কবিতা, প্রবন্ধ। প্রকাশিত হত কলাকুশলীদের ছবি।

শ্রোতারা এত দিন যাঁদের ছবি কেবল কল্পনা করতেন, তাঁদের অনেককেই সেখানে দেখতে পাওয়া যেত। পত্রিকাটি কতখানি জনপ্রিয় ছিল তা বিজ্ঞাপনের বহরে বোঝা যায়। পরে প্রকাশিত হত ঢাকা বেতারের অনুষ্ঠান সূচিও। সম্প্রতি ই-বুক তৈরি করে পত্রিকাটির পুরনো সংখ্যা সবার কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে আকাশবাণী কলকাতা। ১৯৩২, ১৯৩৫ ও ১৯৪২-’৪৬, ১৯৪৮, ১৯৬৭ ও ১৯৬৮-র ‘বেতার জগৎ’-এর বেশ কিছু সংখ্যা ওঁদের সংগ্রহে নেই, এ ব্যাপারে ওঁরা চাইছেন সহৃদয় পাঠকের সাহায্য। পুরনো সব আলোকচিত্র, নথিপত্রও ডিজিটাইজ করার কাজ চলছে প্রসার ভারতীর সিইও জহর সরকারের উৎসাহে।


প্রকাশকালসূচিপত্র লিঙ্কডাউনলোড লিঙ্ক
১৯৬৯

১৯৭০
, সেপ্টেম্বর ০৭, ২২ (শারদীয়া)
১৯৭১

১৯৭২

১৯৭৩

১৯৭৪
, মে ০১সেপ্টেম্বর ১৬
১৯৭৫
, ফেব্রুয়ারী ১৬জুলাই ০১,
১৯৭৬
ফেব্রুয়ারী ০১
১৯৭৭

১৯৭৮

১৯৭৯

১৯৮০
, নভেম্বর ১৬
১৯৮১

১৯৮২

১৯৮৩

১৯৮৪

১৯৮৫

No comments:

Post a Comment

Please encourage if you like our posts.