সম্পাদিকা - গীতা চৌধুরী
প্রকাশ কাল - ১৯৮৩ - ১৯৮৯ প্রকাশক - ইত্যাদি প্রকাশনী
সম্পূর্ণ মহিলাদের জন্য একটি পত্রিকার পরিকল্পনা করে এ সুকন্যা পত্রিকাটি ১৯৮৩ সালে আত্মপ্রকাশ করে অশোক চৌধুরীর স্ত্রী গীতা চৌধুরীর সম্পাদনায়। শুরু থেকেই এর বিষয় বৈচিত্র, গল্প উপন্যাস সকলের মন কেড়ে নেয়। লেখক তালিকায় ছিল সে সময়ের সমস্ত বিখ্যাত লেখক গন।
এই প্রকাশনীর বেশ কিছু দুর্দান্ত পত্রিকা ছিল। যথা - সমকালিন বিষয় বস্তুর ওপর সাপ্তাহিক পত্রিকা "পরিবর্তন", খেলাধূলোর পত্রিকা "খেলার আসর", পড়াশোনার উপর "নবম দশম" সাহিত্য বিষয়ক পত্রিকা "শিলাদিত্য।", শুধুমাত্র কিশোরদের জন্য "কিশোর মন"।
১৯৮৬ সালের শেষ দিকে সুপ্রভাত নামে একটি দৈনিক সংবাদপত্র বের করবার পরিকল্পনা নেয় এই প্রকাশনী। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর দিনের আলো দেখেনি এবং এরপর প্রকাশনীটিই বন্ধ হয়ে যায়। তাঁর পরেও কর্মীবৃন্দ কয়েকটি পত্রিকা আরকিছুদিন চালিয়ে যায়। কিছুদিনের মধ্যেই অপমৃত্যু হয় এতগুলো অনিন্দ সুন্দর পত্রিকার।
এই প্রকাশনীর বেশ কিছু দুর্দান্ত পত্রিকা ছিল। যথা - সমকালিন বিষয় বস্তুর ওপর সাপ্তাহিক পত্রিকা "পরিবর্তন", খেলাধূলোর পত্রিকা "খেলার আসর", পড়াশোনার উপর "নবম দশম" সাহিত্য বিষয়ক পত্রিকা "শিলাদিত্য।", শুধুমাত্র কিশোরদের জন্য "কিশোর মন"।
১৯৮৬ সালের শেষ দিকে সুপ্রভাত নামে একটি দৈনিক সংবাদপত্র বের করবার পরিকল্পনা নেয় এই প্রকাশনী। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর দিনের আলো দেখেনি এবং এরপর প্রকাশনীটিই বন্ধ হয়ে যায়। তাঁর পরেও কর্মীবৃন্দ কয়েকটি পত্রিকা আরকিছুদিন চালিয়ে যায়। কিছুদিনের মধ্যেই অপমৃত্যু হয় এতগুলো অনিন্দ সুন্দর পত্রিকার।
প্রকাশকাল | সূচিপত্র লিঙ্ক | ডাউনলোড লিঙ্ক |
---|---|---|
১৯৮৩ | ||
১৯৮৪ | , জুলাই ১৬, সেপ্টেম্বর ০১, নভেম্বর ০১, ১৬, ডিসেম্বর ০১, | |
১৯৮৫ | , জানুয়ারি ১৬, ফেব্রুয়ারি ১৬, এপ্রিল ১৬, মার্চ ০১, ১৬, মে ১৬, জুন ০১, ১৬, জুলাই ০১, ১৬, আগস্ট ১৬, সেপ্টেম্বর ০১, অক্টোবর ১৬, | |
১৯৮৬ | জানুয়ারি ০১, ১৬, ফেব্রুয়ারী ০১, ১৬, মার্চ ১৬, এপ্রিল ০১, ১৬, জুলাই ০১, ১৬, সেপ্টেম্বর ০১, | |
১৯৮৭ | , ফেব্রুয়ারি ০১, | |
১৯৮৮ | , এপ্রিল ০১, ১৬, ডিসেম্বর ১-১৬, | |
১৯৮৯ | ||
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.