প্রকাশ কাল - ১৯৩৩ - চলছে
প্রকাশক - আনন্দ পাবলিশার্স
দেশ পশ্চিমবঙ্গের সাহিত্য বিষয়ক বাংলা মাসিক পত্রিকা, যা কলকাতা থেকে প্রকাশিত হয়। নভেম্বর ২৪, ১৯৩৩ সাল থেকে আনন্দ বাজার পত্রিকা গ্রুপ কর্তৃক প্রতি মাসের ২ এবং ১৭ তারিখে প্রকাশিত হয়। প্রথম দিকে এটি পুরোপুরি সাহিত্য পত্রিকা ছিলো। যদিও দেশে এখন সাহিত্য ছাড়া রাজনীতি, খেলা, আজকাল, বাংলার হালচাল, সিনেমা, থিয়েটার, সাম্প্রতিক বিষয় - সব নিয়ে ছাপা হচ্ছে।
প্রথম সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ মজুমদার (১৮৯১-১৯৫৪)। বঙ্কিমচন্দ্র সেন দ্বিতীয় সম্পাদক। এরপর দীর্ঘকালের সম্পাদক ছিলেন সাগরময় ঘোষ। সাগরময় ঘোষের পরে একবছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন অমিতাভ রায় পরবর্তীতে হর্ষ দত্তকে দায়িত্ব দেওয়া হয়, বর্তমানে সুমন সেনগুপ্ত সম্পাদনার দায়িত্ব পালন করছেন।
প্রথমে সাপ্তাহিক (নভেম্বর ১৯৩৩ - অক্টোবর ১৯৯২) এবং তার পর থেকে পাক্ষিক এই পত্রিকার পাতায় পাতায় ধরা আছে সাহিত্য শিল্প বিজ্ঞান দর্শনের নানা রূপান্তরের চিহ্ন। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস অনেকটাই দেশ পত্রিকার ইতিহাস। সাহিত্যের বিভিন্ন পর্বে এখানে লিখেছেন এবং লিখছেন বাংলার শ্রেষ্ঠ ও প্রবাদপ্রতিম লেখক-লেখিকা। গত ২০০৩ থেকে দেশ-এর অঙ্গসজ্জা ও বিষয়বস্তুর সময়োচিত পরিবর্তন সূচিত হয়েছে। দেশ এখন সম্পূর্ণ রঙিন।
দেশ পত্রিকার পৃষ্ঠপোষণায় লালিত হয়েছে বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্র। তিরিশের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত রচিত, বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য সৃষ্টিগুলির একটা বড় অংশ প্রকাশিত হচ্ছে দেশ-এর পাতায়। বাংলার সেরা ঔপন্যাসিক, ছোটগল্পকার, কবি এবং প্রাবন্ধিক প্রত্যেকে তাঁদের শ্রেষ্ঠ রচনাগুলি এখানেই প্রকাশের জন্যে দিয়েছেন এবং আজও সেই ধারার ব্যতিক্রম হয়নি।
দেশ এখনও বাংলাভাষী বুদ্ধিজীবীদের সেরা সাহিত্য পত্রিকা হিসাবে বিবেচিত হয়। এটি প্রায়শই "বাংলার নিউ ইয়র্কার" হিসাবে উল্লেখ করা হয় । বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট লেখক এবং প্রবীণদের প্রায় সকলেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সত্যজিৎ রায়, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, রচনায় কখনও কখনও বা অন্য লেখা রয়েছে। দেশের পূজা ইস্যু বাংলা সাহিত্যে একটি প্রধান সাহিত্যের আকর্ষণ রয়ে গেছে। ভারতের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী পত্রিকাগুলির মধ্যে অন্যতম এই পত্রিকাটি বর্তমানে অষ্টাদশ বছরে পা দিয়েছে।
Aro Desh Patrikar Sankhya Upload korle khub upokrito hotam.....Arokom e Aro patrikar Onurodh Roilo.
ReplyDeleteEktu beshi shonkhok copy pele bhari bhalo lagto...Dhulokhelar ei proyash gomvir prosongshar dabi rakhe.
ReplyDeleteদেশ ২ জুলাই ২০১৮ এডিশনটা পাওয়া গেলে খুবই উপকৃত হবো।
ReplyDeleteপুরোনো পূজাবার্ষিকী গুলো আপলোড করলে খুব ভালো হয়
ReplyDelete২৬শে সেপ্টেম্বর,১৯৯২ এবং ২১শে নভেম্বর,১৯৯২ এর দেশ পত্রিকা সংখ্যা চাই।।
ReplyDeleteসাগরময় সংখ্যাটি যদি আপলোড করেন উপকৃত হই। ধন্যবাদ
ReplyDeleteআমার কাছে পুরনো দেশ আছে- পারলে স্ক্যান করে কেউ আপলোড করতে পারেন।
ReplyDeleteআপনার কাছে কি কি সংখ্যা আছে তার একটা লিস্ট করে দেবেন আর কোথায় থাকেন তা জানিয়ে মেসেজ বা মেইল করবেন।
Deleteআপনার কাছে ১৯৯৪ সালে দেশ পত্রিকায় প্রকাশিত শম্ভু মিত্রের সংখ্যা যদি থাকে, দয়া করে যদি সেটি আপলোড করেন তবে খুবই উপকৃত হব। 🙏🙏🙏🙏🙏
Deleteদেশ ম্যাগাজিনে ১৯৯৪সালে শম্ভু মিত্রের একটি সংখ্যা প্রকাশিত হয়েছিল। সেটি পেলে খুবই উপকৃত হব।
ReplyDeleteদেশ পত্রিকা, ১৯৮৬, ২৭ ডিসেম্বর সংখ্যাটি আপলোড করার অনুরোধ রইল।
ReplyDeleteদেশ, ২০ জানুয়ারি ২০০১ সংখ্যাটা কি পাওয়া সম্ভব?
ReplyDeleteরামকিঙ্কর সংখ্যাটি পেলে খুব ভালো হয়।
ReplyDeleteদেশ শারদীয়া ১৯৭০-১৯৯২ সংখ্যাগুলি পেলে আমার মতো ফেলুপ্রেমীদের খুব উপকার হবে........হেঁ... হেঁ..
ReplyDeleteদেশ শারদীয়া ১৪১৯, ১৪২০ ও ১৪২১ সংখ্যাগুলি পেলে খুব উপকৃত হতাম।
ReplyDelete5.9.1987 দেশ পত্রিকা আপলোড করবেন। অগ্রিম ধন্যবাদ।
ReplyDelete1985 theke 1999 er modhye Desh er sankhya gulo aro beshi kore publish korun. Prabandha, Prachchhad aar Chithipatra - ei teen dik diye otai mone hoy Desh er sera period.
ReplyDelete