বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

কিশোর মন

সম্পাদক - অশোক চৌধুরী, অদ্রীশ বর্ধন

প্রকাশ কাল - ১৯৮৪ - ১৩৮৭
প্রকাশক - ইত্যাদি প্রকাশনী

কিশোর মন পত্রিকাটি ১৯৮৪ সালে আত্মপ্রকাশ করে অশোক চৌধুরীর সম্পাদনায়। শুরু থেকেই এর বিষয় বৈচিত্র, গল্প উপন্যাস কমিক্স সকলের মন কেড়ে নেয়। পরবর্তীতে অদ্রীশ বর্ধন সম্পাদনায় যোগ দেবার পর এর সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। অদ্রীশ বাবুর খুরধার মৌলিক ও অনুবাদ সাহিত্যের এক সঙ্গম স্থল হয়ে ওঠে এই পত্রিকা।  লেখক তালিকায় ছিল সে সময়ের সমস্ত বিখ্যাত লেখক গন।

এই প্রকাশনীর বেশ কিছু দুর্দান্ত পত্রিকা ছিল। যথা - সমকালিন বিষয় বস্তুর ওপর সাপ্তাহিক পত্রিকা "পরিবর্তন", খেলাধূলোর পত্রিকা "খেলার আসর", সাহিত্য বিষয়ক পত্রিকা "শিলাদিত্য।", শুধুমাত্র মহিলাদের জন্য "সুকন্যা"।

১৯৮৬ সালের শেষ দিকে সুপ্রভাত নামে একটি দৈনিক সংবাদপত্র বের করবার পরিকল্পনা নেয় এই প্রকাশনী। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর দিনের আলো দেখেনি এবং এরপর প্রকাশনীটিই বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে অপমৃত্যু হয় এতগুলো অনিন্দ সুন্দর পত্রিকার।



7 comments:

  1. Anek, Anek Dhannobad, Chelebela-ke phire pacchi. 1985 er sankhya gulo pabo ki ?

    ReplyDelete
  2. Daya Kore baki Kishor Mon-er sankhyagulo Post Korun. Aar Dhoirjo rakhte parchi na.

    ReplyDelete
  3. Replies
    1. আরও অনেক আসবে। একটু সময় লাগবে।

      Delete
  4. Aro kichu Kishore mon pawa gele khub bhalo lagto. Ogrim dhonyabad janiye rakhlam.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    ReplyDelete
  5. শারদীয়াগুলি কি পাওয়া যাবে? বিশেষ আগ্রহ অশোক চৌধুরীর লেখা "পাঁচ দস্যির কথা" আর "পাঁচ দস্যি এপার বাংলায়" উপন্যাসদুটি নিয়ে।

    ReplyDelete

Please encourage if you like our posts.