প্রকাশ কাল - ১৩৫৪ ফাল্গুন - চলছে
প্রকাশক - দেব সাহিত্য কুটীর
মৌচাক, শিশুসাথীর মতো অনেক জনপ্রিয় পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে গেলেও ছোটদের অন্যতম জনপ্রিয় পত্রিকা শুকতারা দেব সাহিত্য কুটীর থেকে ১৯৪৮ সাল থেকে এখনো সমান গুনমান বজায় রেখে প্রকাশ হয়ে চলেছে।।
ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় পরে পরেই শুকতারা পত্রিকাটিও প্রথম প্রকাশ পায়। বাংলা ১৩৫৪ সনের ফাল্গুন মাসে (ইংরেজি:মার্চ,১৯৪৮) প্রকাশিত হয় শুকতারা পত্রিকার প্রথম সংখ্যা। এই সংখ্যার লেখক তালিকায় ছিলেন কবিশেখর কালিদাস রায়, হেমেন্দ্রকুমার রায়, সুনির্মল বসু, অপ্রকাশ গুপ্ত, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় প্রমুখের মত সেকালের জনপ্রিয় কবি ও সাহিত্যিকরা। প্রচ্ছদের ছবিটি অঙ্কন করেছিলেন প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
রবীন্দ্রনাথ থেকে নজরুল সহ বাংলার সমস্ত যশস্বী সাহিত্যিক সবাই প্রায় লিখেছেন এই পত্রিকায়। শৈল চক্রবর্তী, প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, ময়ুখ চৌধুরীর মতো চিত্রকরেরা ইলাস্ট্রেশন করেছেন।
১৩৫৪ ফাল্গুন থেকে ১৩৮০ মাঘ এই ২৬ বছরে মোট ৩১২ টি ‘ছোট’ শুকতারা বের হয়। শুকতারার কলেবর ‘বড়’ হয় ১৩৮০-এর ফাল্গুন থেকে। প্রথম কভারে চিত্র কাহিনী ছাপানো শুরু হয় ফাল্গুন ১৩৭৫, তুষার চট্টোপাধ্যায়ের মৃত্যুমাদল বাজে কমিকস্ থেকে। এরপর শুকতারার এই প্রচ্ছদেই বেরিয়েছিল নারায়ণ দেবনাথের বাহাদুর বেড়াল ও গোয়েন্দা কৌশিক সিরিজের কমিক্সগুলি। ১৩৮৯ আশ্বিন-মাঘ ধর্মঘটের জন্য শুকতারার প্রকাশ বন্ধ থাকে। প্রথম শারদীয়া শুকতারা বের হয় ১৩৯২ বঙ্গাব্দের আশ্বিন মাসে।
এই পত্রিকাতে বিখ্যাত নানা লেখা প্রকাশ হয়েছে, যার মধ্যে আছে সব্যসাচীর ভাবানুবাদে টারজান, অমর বীর কাহিনী, অগ্নিযুগের সৈনিক, বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, বাহাদুর বেড়াল, ফ্রান্সিস সিরিজ, পান্ডব গোয়েন্দা, ম্যান্ডেলা, পটলা ও অন্যান্য অনেক জনপ্রিয় সিরিজ।
উল্লেখযোগ্য লেখক - শিল্পীদের মধ্যে আছেন হেমেন্দ্রকুমার রায়, সুধীন্দ্রনাথ রাহা (সব্যসাচী), সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, হরিনারায়ণ চট্টোপাধ্যায়, ময়ূখ চৌধুরী (শিল্পী), নারায়ণ দেবনাথ, শিবরাম চক্রবর্তী, সৈয়দ মুস্তাফা সিরাজ, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অনিল ভৌমিক, মানবেন্দ্র পাল, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়, ষষ্টিপদ চট্টোপাধ্যায়, শক্তিপদ রাজগুরু, প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুফী, দিলীপ দাস, তুষার চ্যাটার্জী প্রমুখ।
বছরের বিভিন্ন সময়ে শুকতারা পত্রিকার কতকগুলি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়ে থাকে। বছরে দুটি বা তিনটি বিশেষ ভৌতিক সংখ্যা প্রকাশিত হয়। বাংলা বছরের আষাঢ়, কার্তিক, অগ্রহায়ণ, চৈত্র প্রভৃতি মাসগুলিতে সাধারণত এই ভৌতিক সংখ্যাগুলি বের হয়ে থাকে। ভাদ্র মাসে প্রকাশিত হয় রহস্য ও গোয়েন্দা গল্পের একটি বিশেষ সংখ্যা। এছাড়াও শুকতারা পত্রিকা বছরের নানা সময়ে রূপকথা, কল্পবিজ্ঞান, শিকার কাহিনী ইত্যাদি বিষয় নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করে থাকে।
এই পত্রিকা দুর্গাপূজা উপলক্ষ্যে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো পৃষ্ঠার একটি বিশেষ সংখ্যা বের করে, যেখানে থাকে পাঁচটি কিংবা ছয়টি সম্পূর্ণ উপন্যাস, অসংখ্য ছোটগল্প (কখনও কখনও বড়গল্পও থাকে), অসংখ্য ছড়া ও কবিতা, কিছু ফিচার এবং কয়েকটি রঙিন ও কয়েকটি সাদাকালো কমিক্স। প্রত্যেক বছর এই শারদীয়া সংখ্যাটি আট থেকে আশি সব বয়সের পাঠকমহলেই বিপুল সমাদর পায়।
প্রকাশকাল | সূচিপত্র লিঙ্ক | ডাউনলোড লিঙ্ক |
---|---|---|
১৩৫৪-৫৫ | ১ম বর্ষ সূচীপত্র | ফাল্গুন, |
১৩৫৫-৫৬ | ২য় বর্ষ সূচীপত্র | |
১৩৫৬-৫৭ | ৩য় বর্ষ | |
১৩৫৭-৫৮ | ৪র্থ বর্ষ | |
১৩৫৮-৫৯ | ৫ম বর্ষ | ফাল্গুন, , আশ্বিন, |
১৩৫৯-৬০ | ৬ষ্ঠ বর্ষ | |
১৩৬০-৬১ | ৭ম বর্ষ | |
১৩৬১-৬২ | ৮ম বর্ষ | |
১৩৬২-৬৩ | ৯ম বর্ষ | |
১৩৬৩-৬৪ | ১০ম বর্ষ | , চৈত্র, বৈশাখ, আষাঢ়, আশ্বিন, কার্ত্তিক, |
১৩৬৪-৬৫ | ১১শ বর্ষ | ফাল্গুন, বৈশাখ, শ্রাবণ, |
১৩৬৫-৬৬ | ১২শ বর্ষ | , জ্যৈষ্ঠ, শ্রাবণ, কার্তিক, অগ্রহায়ন, |
১৩৬৬-৬৭ | ১৩শ বর্ষ | ফাল্গুন, , পৌষ, মাঘ. |
১৩৬৭-৬৮ | ১৪শ বর্ষ | , ফাল্গুন, চৈত্র. |
১৩৬৮-৬৯ | ১৫শ বর্ষ | ফাল্গুন, , আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ন, পৌষ, মাঘ. |
১৩৬৯-৭০ | ১৬শ বর্ষ | বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্ত্তিক, অগ্রহায়ন, পৌষ, মাঘ. |
১৩৭০-৭১ | ১৭শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, |
১৩৭১-৭২ | ১৮শ বর্ষ | ফাল্গুন, চৈত্র. |
১৩৭২-৭৩ |
১৯শ বর্ষ | |
১৩৭৩-৭৪ | ২০শ বর্ষ | |
১৩৭৪-৭৫ | ২১শ বর্ষ সূচীপত্র | , আশ্বিন, |
১৩৭৫-৭৬ | ২২শ বর্ষ | |
১৩৭৬-৭৭ | ২৩শ বর্ষ | |
১৩৭৭-৭৮ | ২৪শ বর্ষ সূচীপত্র | , অগ্রহায়ন, পৌষ, |
১৩৭৮-৭৯ | ২৫শ বর্ষ | বৈশাখ, আশ্বিন, পৌষ, |
১৩৭৯-৮০ | ২৬শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্ত্তিক, অগ্রহায়ন, পৌষ, মাঘ. |
১৩৮০-৮১ | ২৭শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্ত্তিক, |
১৩৮১-৮২ | ২৮শ বর্ষ | |
১৩৮২-৮৩ | ২৯শ বর্ষ সূচীপত্র | ফাল্গুন, চৈত্র. বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্ত্তিক,পৌষ, মাঘ. |
১৩৮৩-৮৪ | ৩০শ বর্ষ | , আষাঢ়, কার্ত্তিক, অগ্রহায়ন, |
১৩৮৪-৮৫ | ৩১শ বর্ষ | ফাল্গুন, , জ্যৈষ্ঠ, আষাঢ়, |
১৩৮৫-৮৬ | ৩২শ বর্ষ | , অগ্রহায়ন, পৌষ, মাঘ. |
১৩৮৬-৮৭ | ৩৩শ বর্ষ | |
১৩৮৭-৮৮ | ৩৪শ বর্ষ | বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, কার্ত্তিক, অগ্রহায়ন, পৌষ, মাঘ. |
১৩৮৮-৮৯ | ৩৫শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, |
১৩৮৯-৯০ | ৩৬শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, , জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, |
১৩৯০-৯১ | ৩৭শ বর্ষ | ফাল্গুন, বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, কার্ত্তিক, অগ্রহায়ন, , |
১৩৯১-৯২ | ৩৮শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, শারদীয়া, কার্ত্তিক, পৌষ, |
১৩৯২-৯৩ | ৩৯শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, শারদীয়া, পৌষ, মাঘ. |
১৩৯৩-৯৪ | ৪০শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, শারদীয়া, মাঘ, |
১৩৯৪-৯৫ | ৪১শ বর্ষ | ফাল্গুন, জ্যৈষ্ঠ, শারদীয়া, পৌষ, |
১৩৯৫-৯৬ | ৪২শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, বৈশাখ, , শারদীয়া, |
১৩৯৬-৯৭ | ৪৩শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, বৈশাখ, , শারদীয়া, কার্ত্তিক, অগ্রহায়ন, পৌষ, মাঘ. |
১৩৯৭-৯৮ | ৪৪শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, বৈশাখ, শ্রাবণ, ভাদ্র, শারদীয়া, কার্ত্তিক, অগ্রহায়ন, পৌষ, মাঘ. |
১৩৯৮-৯৯ | ৪৫শ বর্ষ | ফাল্গুন, চৈত্র , বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, শারদীয়া, কার্ত্তিক, অগ্রহায়ন, পৌষ, মাঘ. |
১৩৯৯-০০ | ৪৬শ বর্ষ | ফাল্গুন, চৈত্র , বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, শারদীয়া, কার্ত্তিক, অগ্রহায়ন, পৌষ, মাঘ. |
১৪০০-০১ | ৪৭শ বর্ষ | ফাল্গুন, চৈত্র , বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, শারদীয়া, কার্ত্তিক, অগ্রহায়ন, পৌষ, মাঘ. |
১৪০১-০২ | ৪৮শ বর্ষ সূচীপত্র | ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, শারদীয়া, কার্ত্তিক, অগ্রহায়ন, মাঘ. |
১৪০২-০৩ | ৪৯শ বর্ষ সূচীপত্র | ফাল্গুন, , , ভাদ্র, শারদীয়া, কার্ত্তিক, অগ্রহায়ন, মাঘ. |
১৪০৩-০৪ | ৫০শ বর্ষ | ফাল্গুন, চৈত্র , , আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, শারদীয়া, অগ্রহায়ন, |
১৪০৪-০৫ | ৫১শ বর্ষ | , চৈত্র , , শারদীয়া |
১৪০৫-০৬ | ৫২শ বর্ষ | , আষাঢ়, শ্রাবণ, শারদীয়া, মাঘ. |
১৪০৬-০৭ | ৫৩শ বর্ষ | , চৈত্র, , শ্রাবণ, শারদীয়া, কার্ত্তিক, পৌষ, |
১৪০৭-০৮ | ৫৪শ বর্ষ | , চৈত্র, বৈশাখ, শ্রাবণ, পৌষ,মাঘ, |
১৪০৮-০৯ | ৫৫শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, শ্রাবণ, অগ্রহায়ন, পৌষ, |
১৪০৯-১০ | ৫৬শ বর্ষ | ফাল্গুন, চৈত্র, , আষাঢ়, অগ্রহায়ন, পৌষ, মাঘ, |
১৪১০-১১ | ৫৭শ বর্ষ | , আশ্বিন, পৌষ, মাঘ. |
১৪১১-১২ | ৫৮শ বর্ষ | ফাল্গুন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, , অগ্রহায়ন, পৌষ, |
১৪১২-১৩ | ৫৯শ বর্ষ | , শারদীয়া |
১৪১৩-১৪ | ৬০শ বর্ষ | , পৌষ, |
১৪১৪-১৫ | ৬১শ বর্ষ | , ভাদ্র, |
১৪১৫-১৬ | ৬২শ বর্ষ | , অগ্রহায়ন, |
১৪১৬-১৭ | ৬৩শ বর্ষ | |
১৪১৭-১৮ | ৬৪শ বর্ষ | , আষাঢ়, |
১৪১৮-১৯ | ৬৫শ বর্ষ | |
১৪১৯-২০ | ৬৬শ বর্ষ | |
১৪২০-২১ | ৬৭শ বর্ষ | , আষাঢ়, কার্ত্তিক, |
১৪২১-২২ | ৬৮শ বর্ষ | , মাঘ, |
১৪২২-২৩ | ৬৯শ বর্ষ | |
১৪২৩-২৪ | ৭০শ বর্ষ | |
১৪২৪-২৫ | ৭১শ বর্ষ | |
১৪২৫-২৬ | ৭২শ বর্ষ | |
১৪২৭-২৮ | ৭৩শ বর্ষ | |
১৪২৯-৩০ | ৭৪শ বর্ষ | |
১৪৩০-৩১ | ৭৫শ বর্ষ | |
১৪৩১-৩২ | ৭৬শ বর্ষ | |
১৪৩২-৩৩ | ৭৭শ বর্ষ | |
১৪৩৩-৩৪ | ৭৮শ বর্ষ | |
১৪৩৪-৩৫ | ৭৯শ বর্ষ | |
১৪৩৫-৩৬ | ৮০শ বর্ষ |
dhanyabad. khub bhalo kaj. baki gulo ki pabo?
ReplyDeleteKhub bhalo. Aro chai bishes kore puja sankhya.
ReplyDeleteapnara ekta year er complete list kore pdf upload korun. karan porar samay darabahik gulor continuity thakche na. amar kache kichu old edition ache. ami ki scan kore pathabo?
ReplyDeleteআপনি ধূলোখেলায় লিস্ট দিয়ে মেইল করুন। dhulokhela@gmail.com. কি স্ক্যানার আছে, স্ক্যান করতে জানেন কিনা সব জানাবেন।
DeleteAmar kache bohu purono shuktara eksathe badhai kora obosthay ache. Ek ek bochorer 12 ta eksathe. But scanner nei. Ar normal scanner thakleo khub ekta subidha hobe na because kub mota badhai gulo.
ReplyDeleteআমরা বাধাই/পিন খুলে স্ক্যান করি। আপনি ইন্টারেস্টেড থাকলে মেইল করুন।
DeleteCan you send me either digital or physical copies of this fine 1385 - Baishakh to Shraban and Aswin?
DeletePlease apni suktara r sonkhya gulo upload korar jonno din. Ete onek pathak upokrito hobe.
DeleteShuktara 1385 please.
ReplyDeleteSuktarar 1411 er gulo din na plz...
ReplyDeleteSharodiya Shuktara ১৪০৬ er sonkhya ti upload korar onurodh roilo.
ReplyDelete১৪০১ সালের কার্তিক থেকে চৈত্র মাসের শুকতারা গুলো আপলোড করার অনুরোধ জানাচ্ছি। এছাড়া ১৪০২ সালের বৈশাখ থেকে চৈত্র মাসের শুকতারা গুলো (শারদীয়া বাদে) আপলোড করলে খুবই উপকৃত হব। ১৪০৯ সালের শারদীয়া শুকতারা টি আপলোড করার অনুরোধ রইল।
ReplyDeleteSharia shuktara er baki sonkha gulo upload korar onurodh roilo.
ReplyDeleteLink khulche na.
ReplyDeleteশারদীয়া শুকতারা 2007 সাল। এই বইটি আপলোড করুন দয়া করে।
ReplyDeleteSharadiya suktara 2011 ta upload korun please
ReplyDeleteশারদীয়া সংখ্যা আরও চাই
ReplyDeletecan you please share sharadiya suktara 1406? particularly one novel ranakshetra by major anandya goswami?
ReplyDeleteAmar kache recent year er pujabarshiki ache..amar kache scanner nei jodio..jodi kono bhabe ami help korte pari,tahole janaben..
ReplyDeleteApnara Shuktara 1427 er ashar bhoutik sonkhya ta dte parben?
ReplyDeleteOshadharon collection...thanks a lot
ReplyDeleteMany links are showing access denied. Are they not available for all?
ReplyDeleteNeed access
ReplyDeleteAwesome 💖
ReplyDelete'সীতা উদ্ধার' নামক একটি সামাজিক গল্প পড়েছিলাম শারদীয়া শুকতারায়। কোন বছর এটি প্রকাশিত হয়েছিল যদি বলেন খুব উপকৃত হব।অবশ্যই ১৪০৮ বা এর পরের দুই বছরের মধ্যে। আগাম ধন্যবাদ।
ReplyDelete