এসে গেল একটি দুর্দান্ত শুকতারা সবার পড়ার জন্য !
ভালো লাগলে জানাতে ভুলবেন না যেন !
বাংলার অন্যতম শ্রেষ্ঠ কালেক্টর ইন্দ্রনাথ ব্যানার্জী তাঁর ভান্ডার ধুলোখেলার জন্য খুলে দিয়েছেন। তাঁর থেকেই প্রথম থেকে শুকতারা গুলো একের পর এক স্ক্যান করে দিচ্ছেন শুভঙ্কর ঘোড়ুই
আমাদের উদ্দেশ্য পুরনো হারিয়ে যাওয়া পত্রিকাগুলি সংরক্ষণ করা !
Cover Page
Content Page
Sample Pages
2003 সালে আমার দাদু আমাকে প্রথম শুকতারা আর আনন্দমেলা কিনে দিয়েছিলেন, তারপর বর্তমান খবরের কাগজের সাথে মাসিক সাবস্ক্রিপশন নেওয়া হয়েছিল, আজ সেই দিন নেই সবাই শুধু মোবাইলে মুখ গুঁজে থাকে। সব নাকি ডিজিটাল, আগে এই শুকতারা আর আনন্দমেলার অপেক্ষায় থাকতাম প্রত্যেক মাসের শেষে। আজ ২৯ বছর বয়স হলেও গল্পের বই দারুণ লাগে আর বই পড়ার আনন্দই আলাদা। দয়া করে এই সোনার খনিকে নষ্ট হতে দেবেন না এই আমার অনুরোধ।
ReplyDelete