বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

টেলিভিশন

সম্পাদক - অশোক দাশগুপ্ত
প্রকাশ কাল - ১৯৮৮ - ১৯৯৪
প্রকাশক - আজকাল প্রকাশন

১৯৮৮ সালে আজকাল পত্রিকার তরফে অশোক দাশগুপ্তর সম্পাদনায় এক অভিনব উদ্যোগ হিসেবে এই টেলিভিশন পত্রিকার জন্ম। এর আগে, রেডিও যখন ছিল একমাত্র বিনোদন মাধ্যম, আকাশবানীর উদ্যোগে সরকারি আনুকুল্যে বেতার জগৎ বেশ বিখ্যাত ছিল। বহু বছর শ্রোতাদের জন্য বেতার জগৎ ছিল বিভিন্ন অনুষ্ঠানের খবর ও সাহিত্যের এক অনবদ্য আকর্ষনের জগত। কিছুটা শারদ অর্ঘ্যকেও এই গোষ্ঠিতে ফেলা যায়।

কিন্তু টেলিভিশন সম্পূর্ণ প্রাইভেট মালিকানায় এই উদ্যোগ বেশ কিছু বছর চালিয়ে গিয়েছিল। মূলত দূরদর্শনের অনুষ্ঠান ভিত্তিক ছিল এই পত্রিকা। আগাম সিরিয়াল বা ধারাবাহিকের খবর, নানা অনুষ্ঠানের খবর, ধারাবাহিক উপন্যাস, ফ্যাশন, ক্যাসেটের খবর, কিছুটা বিদেশি সিনেমা ও টিভির খবর সহ বহু হিট সিরিয়ালের খবর ছিল মূল আকর্ষন। রামায়ন, মহাভারতের প্রবল জনসমর্থনে ঘৃতাহুতি দিয়েছিল এই পত্রিকাও। সিনেমার ওপর বেশ কিছু পত্রিকা থাকলেও শুধুমাত্র টেলিভিশনকে ভিত্তি করে একটি পত্রিকা বাজারে দীর্ঘদিন সুনামের সাথে চলতে পারে, এই পত্রিকা না এলে হয়ত বিশ্বাসযোগ্যও হতো না। শ্যামল গঙ্গোপাধ্যায়, কবিতা সিংহ প্রমুখ লেখকের লেখা এতে প্রকাশিত হয়েছে।

ধীরে ধীরে এন্টেনার বদলে কেবল টিভির অনুপ্রবেশ ও নানা প্রাইভেট চ্যানেল আসার পর, বা অন্য কোনো কারণে প্রকাশকের তরফে এই পত্রিকা প্রকাশে অনিহা এসে যায়। বিশেষত ইন্টারনেটের সুবিধে, স্মার্ট মোবাইল যুগের ফলে এই পত্রিকা পুণরায় প্রকাশের আশা বন্ধ হয়ে যায়। 

তবে মনে হয়, বর্তমান সময়ে এই ওটিটির রমরমায়, নানা ওয়েব সিরিজ বা ইউ টিউব ইত্যাদি নিয়ে এমন একটি পত্রিকা যদি আবার প্রকাশ হয়, তাঁর আকর্ষনও কম হবে না।


প্রকাশকাল সূচিপত্র লিঙ্ক ডাউনলোড লিঙ্ক
১৯৮৮
এপ্রিল, জুলাই
১৯৮৯
, মার্চ
১৯৯০
, ফেব্রুয়ারি
১৯৯১
১৯৯২
মেজুন, সেপ্টেম্বর
১৯৯৩
জানুয়ারি, মার্চ, এপ্রিলজুলাইসেপ্টেম্বর, অক্টোবর,  
১৯৯৪
 ,  

3 comments:

  1. television er anekgulo copy amar kache ache. ogulo ki scan kore pathabo?

    ReplyDelete
    Replies
    1. Do you have the Aug 1990 (Abar Feluda) issue?

      Delete
  2. আপনি ধূলোখেলায় লিস্ট দিয়ে মেইল করুন। dhulokhela@gmail.com

    ReplyDelete

Please encourage if you like our posts.