সূচিসিন্দুক প্রকল্প
বাংলা ভাষায় প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকার
সূচিপত্র সংরক্ষণ করে রাখার একটি ক্ষুদ্র প্রচেষ্টা।
কী?
আমাদের মূল উদ্দেশ্য বর্তমানের কিংবা অতীতের বিভিন্ন নামী পত্রিকাগুলির সঙ্গে
বাংলায় আজ অব্দি প্রকাশিত সকল প্রকার ওয়েব ম্যাগাজিন এবং লিটল ম্যাগাজিনকে একটি
ছাতার তলায় নিয়ে আসার। কালের গর্ভে বিভিন্ন পত্রিকা যাতে হারিয়ে না যায়, তাই আমাদের এই প্রয়াস।
কেন?
ম্যাগাজিন স্ক্যান করে সংরক্ষণ করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। ধুলোখেলা প্রায় তিন বছরের চেষ্টায় ১০০০+ ম্যাগাজিন
সংরক্ষণ করতে পেরেছে। কিন্তু উনবিংশ শতাব্দী থেকে আজ
অব্দি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে অসংখ্য। আমাদের
ক্ষুদ্র সামর্থে সেগুলি জোগাড় করে স্ক্যান করে সংরক্ষণ একটি বিশাল কাজ। অপরদিকে সব ম্যাগাজিনের সব সংখ্যা/ইস্যু পাওয়াও
একটি সমস্যা। তাই আমরা চেষ্টা করছি হারিয়ে
যাওয়া বিভিন্ন ম্যাগাজিন থেকে সূচিপত্রগুলি যদি সংরক্ষণ করে রাখা যায়। যাঁরা বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করছেন কিংবা কোনও
বিশেষ লেখককে নিয়ে কাজ করছেন তাঁরা এটা থেকে অবশ্যই উপকৃত হবেন। সাধারণ পাঠকও খুব সহজে খুঁজে পাবে তার প্রিয়
লেখকের বিভিন্ন লেখার মূল উৎসগুলি। দরকার
হলে জোগাড়ও করতে পারবেন। ইউনিকোডে টাইপ হবার জন্য সূচিপত্রগুলি সহজেই গুগল
মারফত সার্চ করে খুঁজে পাওয়া সম্ভব।
কিভাবে আপনি অংশগ্রহণ করবেন?
১) আপনি যদি কোনও ওয়েব
কিংবা লিটিল ম্যাগাজিনের সম্পাদক হন, আপনার
বিভিন্ন সংখ্যার সূচিপত্র আমাদের মেল করতে পারেন ওয়ার্ড ফাইলে। আমাদের ইমেল - dhulokhela@gmail.com । এক প্লাটফর্মে সকল পত্রিকাগুলি নিয়ে আসার এই উদ্যোগে এই ধরনের সকল পত্রিকার
প্রকাশকদের সামিল হবার অনুরোধ রাখছি।
২) আপনি যদি কম্পিউটারে টাইপ করতে অভ্যস্ত হন তাহলে আমাদের
মেল করুন। আমরা কিছু সূচিপত্র আপনাকে মেলে
পাঠাবো। আপনি সেগুলি টাইপ করে আমাদের
ওয়ার্ড ফাইলে পাঠাবেন। সেগুলো নির্দিষ্ট ফরম্যাট মেনে
আমরা ধুলোখেলাতে পোস্ট করব। আপনার নামও দেওয়া থাকবে পোস্টে। আমাদের ইমেল - dhulokhela@gmail.com
৩) আপনি টাইপ করতে
পারেন না, কিন্তু আপনার কাছে অনেক রেয়ার, অপরিচিত বা সাধারণ (যাই হোক) কিছু ম্যাগাজিন এর
ইস্যু আছে। আপনি আপনার ফোন এর মাধ্যমে ছবি
তুলে সূচিপত্র গুলি আমাদের পাঠাতে পারেন। ছবি অবশ্যই ভালো হতে হবে যাতে সেগুলো পড়ে টাইপ করা সম্ভব হয়
অন্য কারোর পক্ষে। আমাদের সহায়ক বন্ধু তালিকায় আপনার নাম দেওয়া হবে। আমাদের ইমেল - dhulokhela@gmail.com
আপনিও এগিয়ে আসুন। যে কোনও রকম
সহায়তাই আমাদের কাজে গতি আনবে।
আমি যদি এই তিনটের কোনোটার জন্যেই উপযুক্ত না হই, তাহলে কী করব?
ReplyDeleteআপনাদের WhatsApp number ?
ReplyDeleteআপনার নাম ও লেখেন নি, কোথায় কাকে নাম্বার দেব? মেইল করুন প্লিজ।
Deleteআমার কাছে পুরনো ১৯৭৬ ফ্যানটাসটিক আছে। কীভাবে দেবো।
Deleteমেইল বা মেসেজ করুন, কি কি আছে জানিয়ে। মেইল আই.ডি. - dhuokhela@gmail.com
Deleteআমি বাংলা টাইপ (ইউনিকোড) করতে জানি। আমার বাংলা টাইপ স্পিড নির্ভুল ৫০-৬০ ওয়ার্ড পার মিনিট। আমি আপনাদের সাইট নিয়মিত দেখি এবং ম্যাগাজিন গুলো ডাউনলোড করে পড়ি। কিন্তু বিশেষ সংখ্যা গুলো পড়তে পারি নাই তাই আমি চাচ্ছি যদি কোন ভাবে আপনাদের এই খুবই ভাল উদ্যোগে কাজে লাগতে পারি তো ধন্য হব। আপনাদের "সূচিসিন্দুক প্রকল্প" এর কোন কাজ থাকলে আমাকে ইমেইল এ দিতে পারেন। আমি করে দিব।
ReplyDeleteআমার ইমেইল: mkc.apu@gmail.com
শারদীয়া প্রতিদিন ও পত্রিকা এই দুটো আপনাদের লাইব্রেরী তে ঢোকান প্লিজ
ReplyDelete