এসে গেল সেই বিখ্যাত পত্রিকার তৃতীয় শারদীয়া সংখ্যা।
ধন্যবাদ অনির্বান বসুকে তাঁর সংগ্রহ থেকে এই শারদীয়া পত্রিকাটি পিন খুলে স্ক্যান করে দেবার জন্য।
এই দুর্দান্ত পত্রিকার সব সংখ্যা একে একে সকলকে পড়াতে পারব এই আশা রাখছি।
তবে এটি যেহেতু একটি বিশেষ সংখ্যা, এটি ধুলোখেলার বিশেষ মেম্বার রাই পাবেন।
তাই সত্ত্বর আপনিও হয়ে যান বিশেষ মেম্বার। বিস্তারিত জানতে ঘোষণা ট্যাব দেখুন।
আমাদের উদ্দেশ্য পুরনো হারিয়ে যাওয়া পত্রিকাগুলি সংরক্ষণ করা !
Cover Page
সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের গল্প রয়েছে দেখছি। আশাপূর্ণা দেবী, মঞ্জিল সেন, ক্ষিতীন্দ্রনারায়ণ চট্টোপাধ্যায়ও। এ বই কোনদিন হাতে পাব ভাবতেই পারি নি!
ReplyDeleteধন্যবাদ ধুলোখেলা।
আমার ছোটবেলায় পড়া শ্রেষ্ঠ ম্যাগাজিন। সেই সময়ের সেরা লেখকদের লেখা থাকতো এতে। অসংখ্য ধন্যবাদ এই অমূল্য সংখ্যাটির জন্য।
ReplyDeleteঅনেক ছোটবেলাতে দেখেছিলাম একজনের বাড়িতে। পড়ার সুযোগ হয়নি!!
ReplyDelete