আজ সরস্বতী পূজো, বাঙ্গালীর ভ্যালেন্টাইন ডে এবার আবার পশ্চিমের ভ্যালেন্টাইন ডের সাথে একই দিনে। এই দিন সব পড়ার বই থাকত মায়ের পায়ে। তাই পড়াশোনা বন্ধ এবং অবাধ স্বাধীনতা। যারা ফ্রি আছেন, এই দুর্দান্ত বই পড়তে বসে যান।
আর বইটি পড়তে আগে ধুলোখেলার কর্মযজ্ঞে নিজেকে জড়িয়ে নিন ও ঘরে বসে পুরোনো শারদীয়া পড়ার আনন্দ নিন। জানাবেন কেমন লাগল
কোথাও শেয়ার করতে চাইলে ব্লগের লিঙ্ক শেয়ার করবেন, অন্যথায় ব্যান করা হতে পারে।
এসে গেল পক্ষিরাজ পত্রিকার ১৩৯০ শারদীয়া সংখ্যা
এটি একটি বিশেষ সংখ্যা। তাই পূর্ব ঘোষণা মতো এটি সকলের জন্য ওপেন থাকবে না। নিতে হলে রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্ট করবার সময়, আপনি কি কাজ করেছেন, কি নামে আমাদের কাছে পরিচিত মেনশন করে দেবেন। যথাসময়ে আপনার মেইল-এ লিঙ্ক পৌছে যাবে।
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.