বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

সূচি সিন্দুক - দেব সাহিত্য কুটীর পূজাবার্ষিকী - অনেক দিনের অনেক কথা, ১৯৭৪

       অনেক দিনের অনেক কথা - নরেন্দ্র দেব - ১৯৭৪

প্রকাশক – দেব সাহিত্য কুটির

 

সূচীপত্র

  

 দুই বন্ধু (হাসির গল্প)

দুষ্ট কুমার (বৌদ্ধ ধাঁধা)

মনোবীনা (রূপকথা)

রামায়াণ মহাভারতের যুগেও এসব ছিল (প্রাচীন কাহিনী)

উৎকল উটকলিকা (গাথা)

মিশরের মামি (প্রাচীন কাহিনী)

৭। ভাঙা পোলের কোলে (আধুনিক গল্প)

৮। সোনার পালক (রূপগাথা)

৯। শ্রীলংকা (ভ্রমণ কাহিনী)

১০। কিশোর কবির প্রথম পুরস্কার (জীবনী)

১১কেবা আগে প্রাণ করিবেক দান (ঐতিহাসিক গাথা)

১২টিভোলি (ভ্রমণ কাহিনী)

১৩। আয়োন (গ্রীক গল্প)

১৪। গণপতি দিব্য (কবিতা)

১৫ঠকানো ছবি (বৈজ্ঞানিক)

১৬আগামীকালের পড়া (আধুনিক গল্প)

১৭কুইট ইন্ডিয়া (ঐতিহাসিক কাহিনী)

১৮উপালি (গাথা)

১৯যেসব বুদ্ধির কাজ বকামি বলে মনে হয় (সাধারন গল্প)

২০কৌমারভৃত্য জীবক (বৌদ্ধ যুগের কাহিনী)

২১সেরিবা সেরিবান (কবিতা)

২২বৃস্টির কথা (প্রকৃতি বিঞ্জ্যান)

২৩সুচিকাভরণং (হাসির গল্প)

 




ওসিআর করে সাহায্য করেছেন মোহনলাল চক্রবর্তী

################################################

No comments:

Post a Comment

Please encourage if you like our posts.