ভঙ্গ-বঙ্গের রঙ্গ-ব্যঙ্গের একমাত্র ত্রৈমাসিক
যষ্ঠিমধু
সম্পাদক - কুমারেশ ঘোষ
প্রকাশ কাল - ১৯৫১ - ১৯৯৫প্রকাশক - সৌরভ ঘোষ
‘যষ্টি-মধু' : একটি বিরল বৈশিষ্ট্যের ব্যঙ্গ পত্রিকা’। 'যষ্টি-মধু'-র সম্পাদক ছিলেন কুমারেশ ঘোষ। প্রথমে মাসিক, পরে ত্রৈমাসিক এই পত্রিকাটি ১৯৫১ থেকে ১৯৯৫, অর্থাৎ ৪৪ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়েছিল। তারপর সম্পাদকের মৃত্যুতে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। হাস্যরসের লেখার সঙ্গে রয়েছে রেবতীভূষণ সহ নামকরা কার্টুনিস্টদের আঁকা ছবির যোগ্য সঙ্গত। বছরে ৪টে সংখ্যা বের হতো - বর্ষ-শুরু, বর্ষা-শুরু, শারদীয়া ও বর্ষ শেষ। মিঠে কড়া লেখা ও কার্টুন প্রাধান্য পেত।
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.