সম্পাদক - স্বপনসাধন বসু
প্রকাশ কাল - ১৯৯২ - ২০০৬
প্রকাশক - সংবাদ প্রতিদিন পাব্লিকেশন
প্রতি রোববার যে ফ্রি রোববার নামে পত্রিকাটি দেওয়া হতো, সেই অনিন্দ সুন্দর পত্রিকাটি প্রথম ঋতুপর্ণ ঘোষ ও পরে অনিন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে তাঁর সুনাম অর্জন করেছে।
কিন্তু রোববার নাম হবার আগে সংবাদ প্রতিদিন দীর্ঘ বেশ কয়েক বছর (অন্তত ছয় বছর), সংবাদ প্রতিদিন নামেই প্রতি রোববার একটি সাপ্লিমেন্টরি প্রকাশ করত। সম্পাদক হিসেবে নাম ছিল স্বপনসাধন বসুর (টুটু বসু)। বেশ কিছু ভালো লেখা ও ধারাবাহিক উপন্যাস এতে প্রকাশ পেয়েছিল। লেখকদের মধ্যে ছিল অদ্রীশ বর্ধন, সৈয়দ মুস্তাফা সিরাজ প্রমুখ।
প্রকাশকাল | সূচিপত্র লিঙ্ক | ডাউনলোড লিঙ্ক |
---|---|---|
১৯৯২ | , অক্টোবর ০৪, | |
২০০০ | , মার্চ ৩১, |
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.