বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

সূচি সিন্দুক - দেব সাহিত্য কুটীর পূজাবার্ষিকী - রুপোলী আলো - ১৯৭৪

রুপোলী আলো - ১৯৭৪

দেব সাহিত্য কুটীর

সূচী 



১. প্রতীক্ষা - শ্রীসুনীলকুমার সিংহ
২. কাটলো মনের নেশা - টিনটার্ণ রায়
৩. পল্লীর মায়া - কুমারী হাসিরানী নন্দ
৪. বুড়োর লাঠি - পুষ্পদল ভট্টাচার্য
৫. ভয় - অমিয় বিষ্ণু
৬. চিন্তাহরণ রেষ্টুরেন্ট - অরুণচন্দ্র মুখোপাধ্যায়
৭. কালো বেড়াল - বিভূতিভূষণ চক্রবর্তী
৮. চিত্রকূটের পক্ষীবাবা - নীহারবালা চট্টোপাধ্যায়
৯. আশীর্বাদ - ঝরনা দত্ত
১০. কালোমানিক - শ্রীহরিশ বসু
১১. ইস্তফাগেলা কৃষ্ণদাস - বৈদ্যনাথ ভট্টাচার্য
১২. মা তোকে নিতে এসেছে - সুষমা সেন
১৩. বাহাদুর বাঙালী - বৈদ্যনাথ ভট্টাচার্য
১৪. শতবর্ষ আগে - ঐ
১৫. সাপিনী - হরিনারায়ণ চট্টোপাধ্যায়
১৬. গন্ধকুমার ও সুখকুমারের গল্প - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
১৭. উড়ন্ত সন্ন্যাসী - বীরু চট্টোপাধ্যায়
১৮. লক্ষ্মী আচার্যির গল্প - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
১৯. কাঁচি - রবিদাস সাহারায়
২০. আজাহার মথুরার গল্প - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
২১. দুষ্টুমামা - রবিদাস সাহারায়
২২. ভূতের হাঁড়ি - ঐ
২৩. নেড়ার কাহিনী - ঐ
২৪. প্রতিভার অপমৃত্যু - শ্রীঅভ্যুদয় ঘোষ
২৫. মেনাহাতী - বৈদ্যনাথ ভট্টাচার্য
২৬. পলাতক - সুষমা সেন


ওসিআর করে সাহায্য করেছেন অমিতাভ চক্রবর্তী

################################################

No comments:

Post a Comment

Please encourage if you like our posts.