ধুলোখেলার সকল দর্শনার্থীকে জানাই শারদ শুভেচ্ছা
এসে গেল বাংলায় প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা। এটির প্রথম সন্ধান পাই কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় এর কাছে। তারপর একে তাকে ফোন করে শেষে দীপকদাকে ধরলাম বইগুলি নিয়ে স্ক্যান করে দেবার জন্য ! অবশেষে সেটা সম্ভব হল। আমরা পেলাম আশ্চর্য ! সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে এগিয়ে এসে পুরনো পত্রিকা গুলি সংরক্ষণের কাজে সাহায্য করার জন্য।
এসে গেল বাংলায় প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা। এটির প্রথম সন্ধান পাই কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় এর কাছে। তারপর একে তাকে ফোন করে শেষে দীপকদাকে ধরলাম বইগুলি নিয়ে স্ক্যান করে দেবার জন্য ! অবশেষে সেটা সম্ভব হল। আমরা পেলাম আশ্চর্য ! সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে এগিয়ে এসে পুরনো পত্রিকা গুলি সংরক্ষণের কাজে সাহায্য করার জন্য।
Cover Page
Content Pages
Sample Pages
Information
Date - 07-08/1967
Year - 5, Number - 7-8
Pages - 149
PDF Size - 6.7 MB
Hard Copy - Krishnendu Bandopadhyay
Scan & Edit - Dipak Mondal
কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় এর অনুমতি নিয়ে অদ্রীশ বর্ধনের সাথে তোলা ২টি ছবি সবার সাথে শেয়ার করছি। আশা করি সবার ভাল লাগবে।
অদ্রীশ বর্ধন
অদ্রীশ বর্ধন এবং কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
পরিশেষে জানাই কল্পবিজ্ঞান ফ্যানদের একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। নিচে অ্যাড্রেস দেওয়া হল।
https://www.facebook.com/groups/1413137809007509/
শুরু হয়ে গেল কল্পবিশ্বের লেখা নেওয়া । বন্ধুরা ছুটিয়ে দিন কল্পনার ঘোড়া, কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, হরর ; যেদিকে ইচ্ছে ! লেখা পাঠান kalpabiswa.kalpabijnan@gmail.com এ। বাকি নিয়মাবলী নীচের পোস্টার এ। সঙ্গে থাকুন কল্পবিশ্বের আর কল্পবিজ্ঞানের।
বাঃ একটা ভালো পরিকল্পনা নিয়েছেন । ভালো লাগলো । চালিয়ে যান , সাথেই আছি।
ReplyDelete