বিভাব ১৪১০
কমলকুমার মজুমদার সংখ্যা
Cover Page
Content Page
পৃষ্ঠা - ২৪২
আয়তন - ৩৯.২ মেবা
ধার দিয়েছেন - অজয় বসু রায়
স্ক্যান করেছেন - Pagloo
প্রসেস করেছেন - Optimus Prime
টুকরো কথা - দুষ্প্রাপ্য বললে এই সংখ্যাটার বিশেষণে কিছু কম বলা হয়। লাখ টাকা দিলেও এই সংখ্যাটা আর পাবেন না, কারণ যার কাছে এখনো এটি রয়ে গেছে, সে কোনো মূল্যেই হাতছাড়া করবে না। লিজেন্ডারি সংখ্যা হয়েছিল এটি। বিশেষত অঙ্কভাবনা পত্রিকাটা প্রথম এভাবে উদ্ধার করা হয়। আমি তো ঝেড়েই দিয়েছিলাম। নেহাৎ আত্মগ্লানিতে ফেরত দিয়ে আসি। দুই ফর্মা মোটা গ্লসি পাতায় চিত্রাবলী ও আলোকচিত্র। গোটা সূচীপত্র আর কৃতজ্ঞতাপত্র পাতাদুটি মনোযোগ দিয়ে দেখলে বোঝা যাবে কি অমানুষিক শ্রম ও ভালোবাসা-শ্রদ্ধা জড়িয়ে আছে এই সংকলনটির সঙ্গে। অন্তত সবিনয় নিবেদন অংশটি পড়ুন, পুরোটাই পেজশট-এ দিয়ে দিলাম।
আরিব্বাস, অস্যাধ সাধন করেছেন তো মশাই :)
ReplyDeleteReally a golden one. Thanks OP.
ReplyDelete