বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

Saturday, February 9, 2019

Anandamela Pujabarshiki 1391 - 1984

আজ সরস্বতী পূজো
পরীক্ষা থাকলেও নাকি বই পড়তে নেই। শারদীয়া আনন্দমেলা পড়তে তো কোনো বাধা নেই !!!


আজ নিয়ে এলাম নন্দমেলার (৩০০ তম পোস্ট)
১৩৯১/১৯৮৪ সালের পূজাবার্ষিকী। 

সুদূর শিলিগুড়ি থেকে মাধব রায় তার শিক্ষকদ্বয় রতীশ সরকার ও রাজর্ষী সরকারের কাছ থেকে এই বইটি নিয়ে স্ক্যান করে পাঠিয়েছেন। ভবিষ্যতে আরও পাঠাবেন। 

আপনারাও যদি এ কাজে সাহায্য করতে চান, তবে যোগাযোগ করুন।

আমাদের উদ্দেশ্য পুরনো হারিয়ে যাওয়া পত্রিকাগুলি সংরক্ষণ করা !


Cover Page
  Sample Pages












Information
Date - 1984/1391 Puja Barshiki
Pages - 332
PDF Size - 85.5 MB
Hard Copy - Ratish Sarkar & Rajarshi Sarkar
Scan - Madhab Roy
Few pages & Edit - Sujit Kundu

Bookmarked & Hyperlinked by Pbands








Like Our Facebook Page 

29 comments:

  1. অনেক ধন্যবাদ। এবার 1378, 1379, 1385 আর 1390এর পুজোসংখ্যা আনন্দমেলার pdf পেলে বাধিত হবো


    ReplyDelete
  2. Dhanyabad debar bhasa nei !! ei pujo sankhya ta chhotobela theke katobar parte cheyechhi. Kothao paini. Apnader anek anek kritaggata janai!!!

    ReplyDelete
  3. কী সব উপন্যাস এক সঙ্গে!!! ভাবা যায়!!!

    ReplyDelete
  4. ধুলোখেলাকে অভিনন্দন তাদের এই প্রচেষ্টার জন্য। আমি আজকে Facebook মারফত এই blog এর খোঁজ পেলাম। 2014 থেকে শুরু করে এখনও পর্যন্ত যেসব magazine এখানে upload করা হয়েছে, তা সত্যিই অসাধারণ। ধুলোখেলা কর্তৃপক্ষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের এই প্রচেষ্টায় আমার মত বইপ্রেমিদের অনেক উপকার উপকার হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভবিষ্যতে এরকম আরো অনেক অনেক magazine এর অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

    ReplyDelete
  5. অসাধারণ , অসাধারণ। আমার প্রথম পূজাবার্ষিকী আনন্দমেলা ছিল হয়তো ১৯৮৬। জীবন অনন্ত, অন্য শিকার, কলকাতার জঙ্গলে ? সেই বছরটার। ১৯৮৪ তা পড়া হয়ে ওঠেনি - আমাদের আসানসোলের চেনা জানা গ্রন্থাগারে ছিল না। এতো দিন পরে, প্রায় মাঝবয়সে এসে পেলাম। ধন্যবাদ আপনাদের।

    ReplyDelete
    Replies
    1. 1986 er anondomela pujabarshiki ta y any chance paoa jabe?

      Delete
  6. 1986 (1393) Anandamela Pujabarshiki r Sharadiya Shiktara 1986 (1393)-er pdf ki pawa jabe? Pele khub upokrito hoi. Ektu dekhun please.

    ReplyDelete
  7. খুব ভালো হয়েছে এই পোস্টটি। অনেক অনেক ধন্যবাদ পুরনো এই আনন্দমেলা পূজাবার্ষিকীটি আপলোড করার জন্য। এইরকম আরও পূজাবার্ষিকীর অপেক্ষায় রইলাম।

    ReplyDelete
  8. asadharon! asadharon! ki bole dhonyobad janabo bujhte parchhi na... chhotobela fire pelam

    ReplyDelete
  9. অসম্ভব ভালো প্রচেষ্টা । কিন্তু শুধু এই pdf টি ডাউনলোড করা যাচ্ছে না । admin রা একটু দেখলে ভালো হয় । বাকিগুলো বিন্দাস ।

    ReplyDelete
  10. Eta Daroon sonkhya. Apnader dhonyobad.

    ReplyDelete
  11. বাপ রে বাপ! এই প্রচেষ্টার, এই দক্ষতার সত্যি কোনও জবাব হয় না। আমি বাকরুদ্ধ।

    ReplyDelete
  12. এই বইটা পড়তে শুরু করেছিলাম। দেখি ৭২ বা ৭৩ পৃষ্ঠাটি নেই।

    ঠিক কোনটা নেই বলতে পারলাম না এই কারণে যে, ৭১ পৃষ্ঠার পরে রয়েছে পৃষ্ঠাসংখ্যাহীন একটি বিজ্ঞাপনের পাতা। তারপরেই আছে ৭৪ সংখ্যাঙ্কিত পৃষ্ঠা।

    ReplyDelete
  13. Acess korte permission laagbe bolchhe... permission chae pathalam.

    ReplyDelete
  14. এই সংখ্যাটা আমার প্রয়াত বাবা কিনে দিয়েছিলেন। তখন ক্লাস সিক্সে পড়ি। এক লহমায় অনেক পুরোনো দিনগুলিকে ফিরিয়ে দিলেন। কোন ধরনের ধন্যবাদই যথেষ্ট নয়।

    ReplyDelete
    Replies
    1. এই নস্টালজিক মুহূর্ত গুলোই আমাদের শক্তি দেয়। সাথে থাকুন। আপনার বই গুলোও স্ক্যান করে পাঠান।

      Delete
  15. thanks brother. onek din dhore khujchilam .. permission din please

    ReplyDelete
  16. দয়াকরে পারমিশন দিন

    ReplyDelete
  17. দয়া করে এই অমূল্য সংখ্যাটি ডাউনলোড করার অনুমতি দিন।

    ReplyDelete
  18. Thank you. Please allow to download

    ReplyDelete
    Replies
    1. Pl. be a special member by working on any projects given in "ঘোষণা" Tab.

      Delete
  19. দয়া করে এই সংখ্যাটি download করার অনুমতি দিন।

    ReplyDelete

Please encourage if you like our posts.