সকলকে জানাই ৭২তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।
ধুলোখেলার কর্মযজ্ঞে নিজেকে জড়িয়ে নিন ও ঘরে বসে পুরোনো শারদীয়া পড়ার আনন্দ নিন। জানাবেন কেমন লাগল
কোথাও শেয়ার করতে চাইলে ব্লগের লিঙ্ক শেয়ার করবেন, অন্যথায় ব্যান করা হতে পারে।
এসে গেল আনন্দ বাজার পত্রিকার ১৩৭০/১৯৬৩ শারদীয়া সংখ্যা
এটি একটি বিশেষ সংখ্যা। তাই পূর্ব ঘোষণা মতো এটি সকলের জন্য ওপেন থাকবে না। নিতে হলে রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্ট করবার সময়, আপনি কি কাজ করেছেন, কি নামে আমাদের কাছে পরিচিত মেনশন করে দেবেন। যথাসময়ে আপনার মেইল-এ লিঙ্ক পৌছে যাবে।
কিছু কাজ না করে থাকলে এখনই একটা অন্তত দশ বছরের পুরোনো ম্যাগাজিন নিয়ে স্ক্যান করে (মোবাইলে নয়) পাঠান অথবা অন্যান্য কোনো একটি কাজ করুন।
আমাদের উদ্দেশ্য পুরনো হারিয়ে যাওয়া পত্রিকাগুলি সংরক্ষণ করা !
Sample Pages
Information
Date - 1370/1963 Sharodiya
Pages - 283
PDF Size - 37.1 MB
Hard Copy - NESRICOM Library
Scan - Vijay Basfore
Edit - Sujit Kundu
Like Our Facebook Page
দারুণ, অনেক অনেক ধন্যবাদ এই অনবদ্য পত্রিকাটির জন্যে। আশাকরি ডাউনলোড লিনকটি পাওয়া যাবে। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম।
ReplyDeleteDurdanto release
ReplyDeleteWow..A treasure
ReplyDeleteJodi shobai down load korte na parey taholey blog er uddeysho ta to sesh hoye galo.
ReplyDeleteআপনি ঠিকই বলেছেন। আমরা চাই সবাই পড়ুক। কিন্তু আরও বৃহত্তর উদ্দেশ্যে রেস্ট্রিকশন রাখা হয়েছে। মুষ্ঠিমেয় কয়েক জন সীমিত ক্ষমতা নিয়ে স্ক্যান এডিট করে গেলে বেশি বই আর আসবে না। তাই আরও অনেকের কাছে যে গুপ্তধন আছে তা বাইরে আসা দরকার। তাই স্ক্যান বা এডিট সহ দশ দফা কাজ করতে বলা হয়েছে। কিছু করলেই দেওয়া হবে এবং তা প্রত্যেককেই। তাই ব্লগের উদ্দেশ্য ব্যহত হচ্ছে মনে হয় না।
DeleteDosh dofar modhye ekti korechhi. kintu tao access pachchi na... :(
ReplyDeleteআমি ব্যক্তিগত ভাবে তালা মারার বিরোধী নই।
ReplyDeleteআমিও বিরোধি। কিন্তু নানা কারনে মারতেই হয়। নাহলে অনেকেই বিল্কুল ক্রেডিট পেজ টা উড়িয়ে দিয়ে নিজের নামেও পোস্ট করে দেয়। পোস্ট এ তালা না দিলে চুপচাপ নিয়ে চলে যায়, কিন্তু কেউ জানতেও পারে না। পোস্ট দাতাদের মোটিভেশন ও চলে যায়।
DeleteAmi Delhi te thaki aar atit er ei treasure er
ReplyDeleteaccess amar nei tai jaa podi ei blog thekei podi.
Amar kache Jodi bhalo purano diner boi ba magazine
thakto aar scanner thakto taholey nischoi share kortam.
অন্য আরও ৯টি উপায় আছে। তার কিছু করুন।
ReplyDeleteThank you for your suggestion.
ReplyDelete