আমেরিকা প্রবাসী বন্ধুবর কৃষ্ণেন্দু চক্রবর্তী ধুলোখেলার আদর্শের সাথী হয়েছেন নানাভাবে। একদিকে এই কর্মযজ্ঞে তিনি আর্থিক সাহায্য়ের হাত বাড়িয়েছেন। অন্যদিকে স্ক্যান শুরু করেছেন। আবার প্রচুর বই/পত্রিকা স্বখরচে আমাদের কাছে পাঠিয়েছেন। তাঁর পাঠানো বই পত্রিকা ধীরে ধীরে শেয়ার করা হবে। এই পত্রিকাটিও ওনার কাছ থেকে পাওয়া। ধুলোখেলার পক্ষ থেকে কৃষ্ণেন্দু বাবুকে অনেক অনেক ধন্যবাদ।
সমরজিৎ কর সম্পাদিত এই অসাধারন কিশোর বিজ্ঞান পত্রিকাটির অনেক গুলো সংখ্যা আমরা ইতিমধ্যেই ডিজিটাইজ করেছি। আরো কিছু আসতে চলেছে।
আপনাদের কারো কাছে যদি কিছু সংখ্যা থাকে তবে আমাদের স্ক্যান করে পাঠান।
আমাদের উদ্দেশ্য পুরনো হারিয়ে যাওয়া পত্রিকাগুলি সংরক্ষণ করা !
Ashankya Dhonnobad
ReplyDelete