আজ একই সাথে অনেক দুঃখ্যের আর অনেক সুখের দিন।
দুঃখ্যের এই জন্য যে আর কখনো ধুলোখেলাতে ছোট আনন্দমেলা পোষ্ট হবে না।
সুখের এই জন্য যে, এই সংখ্যার পোস্টের সাথে সাথে আমরা ছোট আনন্দমেলা সংরক্ষণ শেষ করে ফেলছি।
১৮ এপ্রিলের পর ২৫ জুলাই আনন্দমেলা প্রকাশ হয়। মাঝে কোনো সংখ্যা প্রকাশ হয় নি। ১৮ এপ্রিল ১৯৮৪ শেষ ছোট সংখ্যা। এর পর বড় আনন্দমেলা প্রকাশ হয়।
শুধু তাই নয়, ১৯৮৬ পর্যন্ত সব আনন্দমেলা সংরক্ষণ শেষ হয়ে গেল।
এবার বাকী গুলোর পালা।
এসে গেল ছোট আনন্দমেলার আমাদের শেষ সংখ্যা, যেখানে লীলা মজুমদার রচিত "উটকো আর ফেলনা" নামক উপন্যাসটি আছে।
আমাদের উদ্দেশ্য পুরনো হারিয়ে যাওয়া পত্রিকাগুলি সংরক্ষণ করা !
Kudos to dhulokhela bringing back our nostalgia.
ReplyDelete