আজ স্বাধীনতার ৭৮ বছর ও ধুলোখেলার পথ চলার ১০ বছর পূর্তি। ২০১৪ সালের আজকের দিনে ধুলোখেলার পথ চলা শুরু। চলার পথে আমরা অনেক সঙ্গী পেয়েছি এবং এখনো সমাজের নানা স্তর থেকে নানা ভাবে সাহায্য, সহযোগীতা পেয়ে চলেছি। আমাদের সঙ্গীদের, পাঠকদের অনেক ধন্যবাদ।
তবে আজকের দিনেও খারাপ লাগে, যখন দেখি কেউ কেউ আমাদের শর্ত মেনে কোনো বই পেয়ে সেটি অন্য প্লাটফর্মে শেয়ার করছে। সবার কাছে আবারো অনুরোধ, এমন কোথাও দেখলে তীব্র প্রতিবাদ করুন।
আমরা আশা করি এই স্বাধীনতা দিবস থেকে এক নতুন ভারত সকলে পাবে। এতে থাকবে বাক স্বাধীনতা, সকলের কাজের অধিকার, সিদ্ধান্ত নেবার স্বাধীনতা, নারী স্বাধীনতা, নিরাপত্তা, একে অপরের প্রতি সম্মান প্রদশর্ন, হানাহানি বন্ধ করে ধর্ম-জাতিভেদ দূর হয়ে শুধুমাত্র আর্থিক ভিত্তিতে সরকারি সুবিধে এবং আরো অনেক নতুন দিশা।
*******************************************************
আমাদের আরো এক নতুন সাথী বুকম্যান নামের আড়ালে আপনাদের জন্য এক্ষণ পত্রিকার ৩৮৮ পাতার এই বিশেষ সুবিশাল সংখ্যাটি স্ক্যান ও এডিট করে পাঠিয়েছেন। তিনি ভবিষ্যতেও আরো অনেক পত্রিকা স্ক্যান করে পাঠাবেন বলে কথা দিয়েছেন।
এই পত্রিকাটি বিশেষ সংখ্যা হলেও আজ স্বাধীনতা দিবস ও ধুলোখেলার ১০ বছর পূর্তি উপলক্ষে এই বইটইটি সবার জন্য উপহার।
আমাদের উদ্দেশ্য পুরনো হারিয়ে যাওয়া পত্রিকাগুলি সংরক্ষণ করা !
Cover Page
Information
Date - 1401, Sharodia
Pages - 388
PDF Size - 19.2 MB
Hard Copy, Scan & Edit - Bookman
Like Our Facebook Page
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.