এটি এ বছরের ৪২৬ তম পোষ্ট।
সামনে থাকলো ২০২২ ও ২০২৩ সালের ১ম (৫৪০) ও ২য় (৪৬০) সর্বোচ্চ পোষ্ট অতিক্রম করার লক্ষ্য।
ধুলোখেলার আদর্শের সঙ্গী হয়ে নিলয় হাজরা এই পত্রিকাটি দেব কুমার দেব কে দেন স্ক্যান করাবার জন্য, তাঁর সকল সংগ্রহ ডিজিটালি সংরক্ষণের তাগিদে।
আর দেব সহ প্রায় সকলের সমস্ত স্ক্যান ফানেলের মতো গিয়ে পৌছচ্ছে স্নেহময় বিশ্বাস দাদার কাছে। তিনি পরম স্নেহে সেসব এডিট করে সকলের হাতে তুলে দিচ্ছেন।
ধুলোখেলার তরফ থেকে এদের সকলকেই জানাই অনেক ধন্যবাদ।
Pages - 100
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.