এটি এ বছরের ৫৬০ তম বা এ বছরের শেষ পোষ্ট।
আমাদের পুরোনো সাথী মাধব রায় দীর্ঘদিন পূর্বে এই অমূল্য পত্রিকাটি স্ক্যান করে পাঠিয়েছিলেন। প্রথম দিকের আনন্দ মেলার এই সংখ্যাটি ডিজিটাইজ করা বাকী ছিল।
কিন্তু প্রথম ও শেষ দিকের বেশ কিছু পাতা মিসিং থাকায় পোষ্ট করা যাচ্ছিল না। নানা সময় কিছু কিছু মিসিং পেজ জুগিয়েছেন কৃষ্ণেন্দু চক্রবর্তী, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও দেবাশীষ রায়। এডিট করেছেন অভিষেক দে।
সকলকে অনেক ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ, আমাদের সঙ্গীসাথীদের, যাদের সাহায্য না পেলে এভাবে একের পর এক মাইলস্টোন অতিক্রম করা যেত না।তাই এটি ধুলোখেলার সঙ্গীসাথীদের জন্য বিশেষ উপহার।
Information