এটি এ বছরের ৫৬০ তম বা এ বছরের শেষ পোষ্ট।
আমাদের পুরোনো সাথী মাধব রায় দীর্ঘদিন পূর্বে এই অমূল্য পত্রিকাটি স্ক্যান করে পাঠিয়েছিলেন। প্রথম দিকের আনন্দ মেলার এই সংখ্যাটি ডিজিটাইজ করা বাকী ছিল।
কিন্তু প্রথম ও শেষ দিকের বেশ কিছু পাতা মিসিং থাকায় পোষ্ট করা যাচ্ছিল না। নানা সময় কিছু কিছু মিসিং পেজ জুগিয়েছেন কৃষ্ণেন্দু চক্রবর্তী, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও দেবাশীষ রায়। এডিট করেছেন অভিষেক দে।
সকলকে অনেক ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ, আমাদের সঙ্গীসাথীদের, যাদের সাহায্য না পেলে এভাবে একের পর এক মাইলস্টোন অতিক্রম করা যেত না।তাই এটি ধুলোখেলার সঙ্গীসাথীদের জন্য বিশেষ উপহার।
Information
কি করে এর অ্যাক্সেস পাওয়া যাবে
ReplyDeleteপোস্টে লেখা আছে। আপনার পরিচয়ও পাচ্ছি না।
DeleteHappy New Year! Many congratulations to Dhulokhela team for a special year! Eita pawar jonyo abdaar janiye rakhlam-jani pabo na jodio :)
ReplyDeleteএক্কেবারে পরিষ্কার, দারুণ ঝকঝকে কাজ! মন ভরে গেল!!
ReplyDeleteআমার নাম অরুণ ভট্টাচার্য আমি দীর্ঘ দু বছর ধরে আপনার ধুলোখেলা ব্লগটি ফলো করছি।তবে আপনার বিশেষ সংখ্যাগুলি পাচ্ছি না।তো যদি আপনি এই অ্যাক্সেস টা সবার জন্য ওপেন রাখেন তাহলে খুব কৃতজ্ঞ থাকব
ReplyDelete