এই পোস্টের মাধ্যমে এ বছরের শুরু প্রথমেই একটি বিশেষ উপহার।
আমাদের চ্যাম্পিয়ন সাথীর স্ক্যান এডিট করা এই সুদীর্ঘ শারদীয়াটি দিয়েই শুরু নতুন বছরের পথ চলা। এই সংখ্যাটি দিয়েই আরো একটি অত্যন্ত সুন্দর পত্রিকা - শারদীয়া বর্তমান -এর ডিজিটাইজেশন শুরু হল।
সকলকে আহ্বান জানাচ্ছি নতুন বছরে আমাদের সঙ্গীসাথী হয়ে এই কাজে ঝাপিয়ে পড়ার জন্য। তাই সবাইকে উৎসাহ দিয়ে এটি ধুলোখেলার সঙ্গীসাথীদের জন্য বিশেষ উপহার।
Information
Please site r add deben na....apnara boi scan kore na dile kono boi download korte dan na.....sobar pokhe eto somoy deya possible hoi na
ReplyDeleteকেন অ্যাড দেব না বলুন তো। আপনার বাড়ি গিয়ে তো পোস্টার লাগাই নি। আপনি দেখবেন না। ব্যস। স্ক্যান করার সময় নেই খুব ভালো। কিন্তু অন্য যে আরো ১৩ দফা কাজের কিছুই করা সম্ভব নয়!! যদি কোনো কিছুর সময় না থাকে, তবে পড়ার সময় হবে তো? নাকি শুধু ডাউনলোড করে হার্ড ডিস্ক ভরাবেন? যার পড়ার সময় হয়, তাঁর অন্য কাজের ও সময় হয়। যদি আপনি গ্রুপে থাকেন, তো খুশিমনে বেড়িয়ে যাবেন।
Delete