আজ এই পোষ্ট ধুলোখেলার ৩০০০ তম পোষ্ট।
একের পর এক মাইলস্টোন অতিক্রম করে ধুলোখেলা আজ এই উচ্চতায় পৌছনোর জন্য ধুলোখেলার সঙ্গীসাথীদের জন্য বিশেষ উপহার।
ধুলোখেলার আদর্শের সঙ্গী হয়ে ডিজিটালি সংরক্ষণের জন্য বন্ধু সায়ন দাস তার সংগ্রহের প্রচুর বই আমাদের হাতে তুলে দিয়েছেন।
এই শারদীয়া পত্রিকাটি স্ক্যান ও এডিট করে দিয়েছেন সেই বিখ্যাত জুটি অভিজিৎ ব্যানার্জী ও স্নেহময় বিশ্বাস ।
ধুলোখেলার তরফ থেকে এদের সকলকেই জানাই অনেক ধন্যবাদ।
আপনিও হয়ে যান আমাদের বিশেষ সাথী। ঘোষণা ট্যাবে ১৪ দফা কাজের কিছু করুন,
আর এই বই পাবার যোগ্যতা অর্জন করুন।
Pages - 668
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.