ধুলোখেলার সমস্ত পাঠকবৃন্দকে জানাই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।
আমাদের পুরোনো সাথী মাধব রায় দীর্ঘদিন পূর্বে এই অমূল্য শারদীয়া পত্রিকাটি স্ক্যান করে পাঠিয়েছিলেন।
বইটি এডিট করেছেন অভিষেক দে। বুকমার্ক ও হাইপারলিঙ্ক করেছেন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। এর সাথে ১৩৯২/১৯৮৫ পর্যন্ত আনন্দমেলা পত্রিকার সমস্ত শারদীয়া ডিজিটাইজ করা সম্পূর্ণ হলো।
সকলকে অনেক ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ, আমাদের সঙ্গীসাথীদের, যাদের সাহায্য না পেলে এভাবে একের পর এক মাইলস্টোন অতিক্রম করা যেত না। তাই এটি ধুলোখেলার সঙ্গীসাথীদের জন্য বিশেষ উপহার।
Sample Pages
Information
আমার কাছে স্ক্যান করে পাঠানোর মত সে রূপ কোন পুরনো পত্রিকা নেই।আমি নিতান্তই একজন বইয়ের সাধারণ পাঠকlতাই,joybha@gmail.com এই ইমেল একাউন্টে রিকোয়েস্ট পাঠালে আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকব।
ReplyDeleteসকলেই পাঠক। স্ক্যান করার কিছু নেই। ওকে, কিন্তু আরো তো ১৩টি কাজ আছে। কিছু করুন। কমেন্ট, শেয়ার, বন্ধুদের এড করা বা পাঠক হলে কোনো পত্রিক পড়ে রিভিউ তো দিতেই পারেন।
DeleteHats off for this upload.
Deleteএই কমেন্ট আমি করেছি,আমার নাম শিলাদিত্য চৌধুরীI
ReplyDeleteখুবই ভালো উপহার
ReplyDeleteDownload করতে পারছি না
ReplyDeleteপারবেন কি করে? ওপরে লেখাটা পড়ুন। আপনাকে মেইলেও জানানো হয়েছে। দেখুন।
DeleteScan kore kon email address a pathate hobe
Deletedhulokhela@gmail.com - এই মেইল আই ডিতে পাঠাবেন। তবে পাঠাবার আগে মেইল করুন, কি পাঠাতে চান, তা জানিয়ে। কি করে স্ক্যান করতে হবে, বলে দেওয়া হবে। মোবাইল স্ক্যান চলবে না।
Delete