আজ নিয়ে এলাম আরো একটি দুর্দান্ত রহস্য পত্রিকা প্রথম বারের জন্য। পত্রিকাটি বহু বছর বহু লোকের মনোরঞ্জন করে এসেছে।
আমাদের আরো এক নতুন সাথী সৌভিক চট্টোপাধ্যায়, যিনি নানা সময়ে প্রকাশিত রহস্য পত্রিকা নিয়ে গবেষণা করছেন। তাঁর লাভ পেতে শুরু করল ধুলোখেলা। সে সময় ছোট সাইজে (পকেট বুক) নানা ধরনের রহস্য রোমাঞ্চ পত্রিকা প্রকাশ হতো।
বইটি স্ক্যান করেছেন সৌম্য ভৌমিক আর এডিট করেছেন স্নেহময় বিশ্বাস।
ধুলোখেলার পক্ষ থেকে ওঁদেরকে অনেক ধন্যবাদ
আমাদের উদ্দেশ্য পুরনো হারিয়ে যাওয়া পত্রিকাগুলি সংরক্ষণ করা !
Pages - 130
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.