এটি ধুলোখেলার এ বছরের ৪৫০তম পোষ্ট। এই উপলক্ষে এই সাফল্য যাদের জন্য, সেই ধুলোখেলার সঙ্গীসাথিদের জন্য বিশেষ এক্সক্লুসিভ শারদীয়া
আমাদের চ্যাম্পিয়ন সাথী স্নেহময় বিশ্বাসের স্ক্যান ও এডিট করা ১৪০০ সালের শারদীয়া বর্তমান - এবারের বিশেষ উপহার।
সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গীসাথী হয়ে এই কাজে ঝাপিয়ে পড়ার জন্য।
ঘোষণা ট্যাবে ১৪ দফা কাজের কিছু করুন, আর এই বই পাবার যোগ্যতা অর্জন করুন।
Information
'বর্তমান'-এর এক-একটা শারদীয়া সংখ্যা যেন সাহিত্যের এক-একটা রত্নভাণ্ডার। এরকম একটি রত্নভাণ্ডার উপহার দেওয়ার জন্য "ধূলোখেলা"-র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
ReplyDelete