বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

ছোটদের নীল আকাশ

সম্পাদক - সুভাষ মুখোপাধ্যায় ও রমেন্দ্রনারায়ণ বিশ্বাস

প্রকাশ কাল - ২০০২ - ২০২০
প্রকাশক - হৃদম।


১৯৯৬ সালে কয়েকজন সাংস্কৃতিকপ্রেমী মানুষ সুস্থ সংস্কৃতির প্রসারে "হৃদম" সাংস্কৃতিক সংস্থাটি ধুবুলিয়া রেল বাজারে গঠিত করেন। ২০০২ সালে পত্রিকার প্রথম বর্ষের প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। যুগ্ম সম্পাদক ছিলেন - সঞ্জয় সাহা ও রসিদ মল্লিক। প্রথম বর্ষের প্রথম সংখ্যা থেকে শুরু করে বেশ কয়েকবছর প্রকাশিত হয়েছিল "নীল আকাশ " নামে। এর পরে নাম বদলে যায়। হয় " ছোটদের নীল আকাশ "। ২য় বর্ষের থেকে বদলে যায় সম্পাদক, এলেন যুগ্মভাবে - সুভাষ মুখোপাধ্যায় ও রমেন্দ্রনারায়ণ বিশ্বাস। বেশ কয়েক বছর বছরে ২টি সংখ্যা প্রকাশিত হয়। পরে অবশ্য বার্ষিকী হয়ে যায়।

বেশ কয়েক বছর সফলভাবে পরিচালিত হবার পর "হৃদম" এর কর্মসূচি বন্ধ হয়ে যায়। কিন্তু প্রকাশ বন্ধ হয়নি "নীল আকাশ " এর।

প্রথম বর্ষের প্রথম সংখ্যার লেখক ছিলেন - ভবানীপ্রসাদ মজুমদার , মোহিনীমোহন গংগোপাধ্যায়, অপূর্ব দত্ত,দীপ মুখোপাধ্যায়, সঞ্জয়, গদাধর সরকার, শ্যামাপ্রসাদ ঘোষ প্রমুখ। এরপর লেখক হিসেবে যুক্ত হয়েছেন - পবিত্র সরকার, সুধীর চক্রবর্তী, রাসবিহারী দত্ত, অমল ত্রিবেদী, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, স্বপন পাল, রবি বিশ্বাস, দেবদুলাল কুন্ডু, অমৃতাভ দে, সঞ্জয় রাহা, শ্যামাচরণ কর্মকার, অংকন রায়, শংকর কুমার চক্রবর্তী প্রমুখ।

প্রকাশিত হয়েছে বিশেষ সংখ্যা। দ্বিজেন্দ্রলাল রায়, ননীগোপাল চক্রবর্তী সংখ্যা। ক্রোড়পত্র - পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। পত্রিকার আলোচনা বিভিন্ন সময়ে করেছে - আনন্দবাজার পত্রিকা, আজকাল, গণশক্তি, ইত্যাদি। এই পত্রিকাটি অংশ নিয়েছে সরকারি লিটল ম্যাগাজিন মেলাতে। অংশ নিয়েছে নদিয়া জেলার লিটল ম্যাগাজিন মেলাতে। কিন্তু দুঃখের কথা, ২০২০ থেকে এর প্রকাশ বন্ধ যায়।

কৃতজ্ঞতা ঃ সুভাষ মুখোপাধ্যায়।


প্রকাশকাল সূচিপত্র লিঙ্ক ডাউনলোড লিঙ্ক
১৪১৪
উৎসব
১৪১৫
নববর্ষ, উৎসব
১৪১৬

১৪১৭

১৪১৮
, উৎসব

No comments:

Post a Comment

Please encourage if you like our posts.