প্রকাশ কাল - ২০০২ - ২০২৪
প্রকাশক - হৃদম।
১৯৯৬ সালে কয়েকজন সাংস্কৃতিকপ্রেমী মানুষ সুস্থ সংস্কৃতির প্রসারে "হৃদম" সাংস্কৃতিক সংস্থাটি ধুবুলিয়া রেল বাজারে গঠিত করেন। ২০০২ সালে পত্রিকার প্রথম বর্ষের প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। যুগ্ম সম্পাদক ছিলেন - সঞ্জয় সাহা ও রসিদ মল্লিক। প্রথম বর্ষের প্রথম সংখ্যা থেকে শুরু করে বেশ কয়েকবছর প্রকাশিত হয়েছিল "নীল আকাশ " নামে। এর পরে নাম বদলে যায়। হয় " ছোটদের নীল আকাশ "। ২য় বর্ষের থেকে বদলে যায় সম্পাদক, এলেন যুগ্মভাবে - সুভাষ মুখোপাধ্যায় ও রমেন্দ্রনারায়ণ বিশ্বাস। বেশ কয়েক বছর বছরে ২টি সংখ্যা প্রকাশিত হয়। পরে অবশ্য বার্ষিকী হয়ে যায়।
বেশ কয়েক বছর সফলভাবে পরিচালিত হবার পর "হৃদম" এর কর্মসূচি বন্ধ হয়ে যায়। কিন্তু প্রকাশ বন্ধ হয়নি "নীল আকাশ " এর।
প্রথম বর্ষের প্রথম সংখ্যার লেখক ছিলেন - ভবানীপ্রসাদ মজুমদার , মোহিনীমোহন গংগোপাধ্যায়, অপূর্ব দত্ত,দীপ মুখোপাধ্যায়, সঞ্জয়, গদাধর সরকার, শ্যামাপ্রসাদ ঘোষ প্রমুখ। এরপর লেখক হিসেবে যুক্ত হয়েছেন - পবিত্র সরকার, সুধীর চক্রবর্তী, রাসবিহারী দত্ত, অমল ত্রিবেদী, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, স্বপন পাল, রবি বিশ্বাস, দেবদুলাল কুন্ডু, অমৃতাভ দে, সঞ্জয় রাহা, শ্যামাচরণ কর্মকার, অংকন রায়, শংকর কুমার চক্রবর্তী প্রমুখ।
প্রকাশিত হয়েছে বিশেষ সংখ্যা। দ্বিজেন্দ্রলাল রায়, ননীগোপাল চক্রবর্তী সংখ্যা। ক্রোড়পত্র - পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। পত্রিকার আলোচনা বিভিন্ন সময়ে করেছে - আনন্দবাজার পত্রিকা, আজকাল, গণশক্তি, ইত্যাদি। এই পত্রিকাটি অংশ নিয়েছে সরকারি লিটল ম্যাগাজিন মেলাতে। অংশ নিয়েছে নদিয়া জেলার লিটল ম্যাগাজিন মেলাতে। কিন্তু দুঃখের কথা, ২০২০ থেকে এর প্রকাশ বন্ধ যায়।
কৃতজ্ঞতা ঃ সুভাষ মুখোপাধ্যায়।
No comments:
Post a Comment
Please encourage if you like our posts.