দিদি শ্রুভাবতী চক্রবর্তী অনেকদিন থেকেই বলছিলেন ওনার এক ওয়াল আলমারি ভরা পুরোনো পত্রিকা হয়তো উই খেয়ে শেষ করে দিয়েছে। সেদিন আচমকাই ডাক পেয়ে দেখি সত্যি সত্যি বহু মহামূল্যবান পত্রিকা সম্পূর্ণ শেষ করে দিয়েছে উইপোকা। দশ ভাগের এক ভাগ বই হয়তো বাঁচাতে পেরেছি। তাও বা কম কি। দুশোর আশপাশ বই বাঁচানো গেছে।
সেগুলোই ধীরে ধীরে আসছে।
আমাদের উদ্দেশ্য পুরনো হারিয়ে যাওয়া পত্রিকাগুলি সংরক্ষণ করা !
Sample Pages
Year - 21, Number - 05
Scan & Edit - Sujit Kundu


Interesting
ReplyDeleteএভাবেই যেন সংরক্ষণ হতে থাকে। ধুলো খেলার মাধ্যমে পত্র পত্রিকার পুরনো দুনিয়া বেঁচে থাকে। খুব জানতে ইচ্ছা করছে বেঁচে যাওয়া 200 ম্যাগাজিনের মধ্যে আর কি কি আছে।
ReplyDeleteজ্ঞাব ও বিজ্ঞাব, কিশোর ভারতী, সন্দেশ, শিশুসাথি, মৌচাক ইত্যাদী।
Deleteবাহ দারুন। অনেকদিন ধরে কিশোর ভারতী পাওয়া যায়নি এক দুটো পেলে খুব ভালো লাগবে।
ReplyDelete