ধুলোখেলার আদর্শে সাথী হয়ে সাথী প্রাবন্ধিক সিদ্ধার্থ মজুমদার তাঁর সংগ্রহের সমস্ত দেশ, কবি সম্মেলন, কৃত্তিবাস সহ আরো অনেক পত্রিকা আমাদের হাতে তুলে দিয়েছেন সংরক্ষণের উদ্দেশ্যে।
ওনার সংগ্রহ থেকে একটি পত্রিকা আজ তুলে আনলাম সকলের সাথে শেয়ার করার জন্য।
বইটি স্ক্যান করেছেন প্রিয়াংকা গোসাভি, এডিট করে দিয়েছেন, স্নেহময় বিশ্বাস
আমাদের উদ্দেশ্য পুরনো হারিয়ে যাওয়া পত্রিকাগুলি সংরক্ষণ করা !
Cover Page
_Page_01.jpg)
_Page_07.jpg)
_Page_08.jpg)
_Page_11.jpg)
_Page_16.jpg)
_Page_18.jpg)
_Page_25.jpg)
_Page_28.jpg)
_Page_30.jpg)


তথ্যানুযায়ী এই পত্রিকার মোট পৃষ্ঠা সংখ্যা ২৪৪ আর পিডিএফ সাইজ ২০.৮ এম.বি. কিন্তু গুগল ড্রাইভ থেকে যে ফাইলটি ডাউনলোড হচ্ছে তার পৃষ্ঠা সংখ্যা ৬০ আর পিডিএফ সাইজ ৭.৮০ এম.বি. অনুগ্রহ করে বিষয়টি একটু দেখবেন.
ReplyDeleteআপনার নাম দেখছি না কমেন্টে। ধন্যবাদ বিষয়টি নজরে আনার জন্য। কিন্তু আশ্চর্য এটি ৬০ পাতা কি করে হয়ে গেল। কিন্তু তথ্য যেমন আছে, তেমন সূচী ও এই বইটির লাস্ট পেজ নাম্বারও বলছে এটি ২৪৪ পাতার। কিন্তু হার্ড কপি আর আমার কাছে নেই, আসল ফাইলটিও আমার মূল সংগ্রহে দেখছি না। যদি কেউ পুরো ফাইলটা আগে ডাউনলোড করে থাকেন, দয়া করে মেইল করবেন।
Delete