ধুলোখেলার ওপর কখনো ধুলো জমতে দেব না যত দিন আমরা বেঁচে আছি।
তাই কাল হসপিটাল থেকে রিলিজ পেয়েই কাজ নিয়ে বসে (শুয়ে) গেছি।
মূল কথা, গত শুক্রবার দিওয়ালির লাইট লাগাতে গিয়ে লিংটন থেকে পড়ে গিয়ে গোড়ালি ভেঙ্গে বসেছি। শনিবার অপারেশন হয়। ৬টা স্টীল স্ক্র ফিট করেছে। ২/৩ মাসের বেড রেস্ট আর প্রায় ১ বছর পায়ের ওপর কোনো জোড় দেওয়া বারন। এখন মাঝে মাঝে ঘরে ওয়াকার নিয়ে হাল্কা চলাফেরা আর এক্সারসাইজ। কাহাতক শুয়ে থাকা যায়। অফিসের কাজ নিয়েও চিন্তায় আছি।
যাই হোক ধুলোখেলার জন্য চেষ্টা করব এই সময় কে আশির্বাদের মতো কাজে লাগাতে। এখনো বহু কাজ বাকি। আপনাদের কাছেও আবেদন, যে যেভাবে পারবেন এই কাজে এগিয়ে আসুন, আরো এক্টিভ পার্টিসিপেট করুন।
এসে গেল সেই বিখ্যাত পত্রিকার আরো একটি সংখ্যা
Sample Pages
Information












shubho kamona dada taratari sustho hoye uthbar jonyo
ReplyDelete